কলকাতা: ছবি মুক্তির সময় তিনি কলকাতায় থাকতে পারছেন না, তাই মনে করেছিলেন, ছবিটা বোধহয় তাঁর দেখাই হবে না। তবে সেই আফশোস রাখতে দেননি নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। তাঁরাই ব্যবস্থা করেছিলেন ছবি দেখার। আর তাঁদের তৈরি দ্বিতীয় থ্রিলার দেখে মুগ্ধ, অভিভূত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। পরিচালকদ্বয়ের উদ্দেশে কী বার্তা লিখলেন তিনি? 


সোশ্যাল মিডিয়ায় 'বহুরূপী'-র ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, কাবেরী অন্তর্ধানের জন্য জাতীয় পুরস্কার নিতে দিল্লী যাব বলে ৮ তারিখ কোনো প্রিমিয়ারেই নতুন ছবি দেখা হবেনা ভেবেছিলাম। উইন্ডোজ আমার সেই খেদটা মিটিয়ে দিল গতরাতে। আমার জন্য আলাদা স্ক্রিনিং করে দেখিয়ে দিলো বহুরূপী! গতরাত থেকে কতটা প্রশংসা করবো, আর কতটুকু বলবো তার পরিমাপ করছিলাম, যাতে দর্শকের এই ছবিটা দেখার মজা না নষ্ট হয়। যাকে বলে স্পয়লার না দিয়ে ফেলি। নন্দিতাদির ও শিবুর এই ছবি দেখে এটুকু বুঝে গেছি এটা রক্তবীজের বাপ। বাংলা সিনেমা বাংলার মাটিকে নিয়ে মৌলিক গল্প বাঁধবে এটাই সবচেয়ে গর্বের পথ। এই পথে বারবার নানা স্বাদের ছবিতে উইন্ডোজ দর্শককে মুগ্ধ করেছে। কেবল গল্প বলা নয়, সামাজিক মূল্যবোধ বা প্রতিবাদ ওদের ছবির বিনোদনের মোড়কে বারবার ফুটে উঠেছে! এবার তার ১০ গুন বেশী! খুব কড়া রাজনৈতিক বক্তব্য আছড়ে পড়েছে পর্দায়, বারবার! হাজার মিছিলের সারমর্ম মানবিক কয়েকটা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে বানের জলের মতো ভাসিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষের বুকে জমে থাকা নাবলা অনেক কষ্ট! এবারের পুজোর মেজাজ একটু আলাদা । সময়োপযোগী এরম একটা তীব্র ছবি অনেকদিন দেখিনি। এই পুজোয় আমার গর্ব যে বাংলার সিনেমা নির্মাতা এরম একটা বিষয় উৎসবের বাজারে বাছার দম দেখালেন।আনন্দ হচ্ছে দর্শক এরম ছবি দেখার সুযোগ পাবেন কাল থেকে। যেমন চিত্রনাট্য,অভিনয়, তেমনি পরিচালনা ও সম্পাদনা। তবে মনে খোদাই হয়ে গেল এই ছবির গান ও আবহসংগীত। বনি চক্রবর্তীর টিমকে ‘সেঞ্চুরিটা হামি’ দিলাম। যারা ইমোশনাল দর্শক রুমাল মাস্ট, যারা টেনশনে ঘাবড়ে যান তারা একা যাবেন না। যারা জীবনে সিস্টেমের কাছে ঠকেছেন, তারা দল বেঁধে গিয়ে এই ছবি দেখুন।টিকিট কেটে ফেলুন, তবে সপরিবারে। ভালোবাসার ডাকাত অজান্তে মন চুরি করে নেবে, কথা দিচ্ছি।'


 



আরও পড়ুন: Shiboproshad on Soumitra Chatterjee: 'সৌমিত্রদা এই ক্ষোভ নিয়ে চলে গিয়েছেন...' অজানা অতীত শোনালেন শিবপ্রসাদ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।