কলকাতা:  মমতার কবিতা ইস্যুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) আক্রমণ গ্রন্থাগার মন্ত্রীর (Siddiqullah Chowdhury)। মমতার লেখা 'এপাং-ওপাং-ঝপাং' কবিতাকে 'অখাদ্য' বলে উল্লেখ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই ইস্যুতেই এবার প্রতিক্রিয়া দিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, 'বিচারপতির টিপ্পনি কাটা ঠিক নয়।'


এদিন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত লাইব্রেরী ২ কোটি ৬০ লক্ষ বই আছে। এবং ২৪ টি জেলায় বইমেলা যেখানে প্রায় ১০ কোটি টাকার বই বিক্রি হচ্ছে। বিচারপতিকে বলব তার ক্লিপিং গুলি দেখবেন। বিচারপতি হলেই তার সব কথাতেই যে যুক্তি আছে, তা বলা যাবে না। মাননীয় বিচারপতি কোনও কথা বললে সেটা তো ইশ্বরের কথা নয়, তিনি একটা মানুষ। এরপরেই মমতার ওই কবিতার বইয়ের বিষয় নিয়ে বলেন, এর জন্য সরকার দায়ী নয়। এইভাবে বিচারপতির টিপ্পনি কাটা ঠিক নয়। খুব দায়িত্বর কথা বলেছেন বলে মনে হয় না।'


সরাসরি মুখে নাম না নিলেও মমতার লেখা 'এপাং-ওপাং-ঝপাং' কবিতাকে 'অখাদ্য' বলে উল্লেখ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আর তাতে বিচারপতিকে আদ্য়োপান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করল তৃণমূল। বিচারপতির আসনে আসীন থেকেও তাঁর এমন মন্তব্য দেশের জন্য় বিপজ্জনক বলে মত তৃণমূলের (Mamata Banerjee Poems)। বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে কয়েক বছর আগে একটি গ্রন্থাগারে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন তিনি। আর তাতেই যে মন্তব্য করেন তিনি, তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।


আরও পড়ুন, গ্যাস কাটার দিয়ে খোলা হল তালা, সোনার দোকানে বড়সড় চুরি মালদায়


অপরদিকে, এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে এবিপি আনন্দে মুখ খোলেন তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। বিচারপতিকে 'রাজনৈতিক ব্যক্তিত্ব' বলে উল্লেখ করেন তিনি। শান্তনু বলেন, "কোর্টের এজলাসে বসে বলেননি। সুতরাং বিচারপতি অভিজিৎ গঙ্গোাপাধ্যায়ের বক্তব্য হিসেবে না ধরে, তাঁর এই মন্তব্যকে ব্যক্তিগত মন্তব্য হিসেবে ধরছি আমি। তাই সচেতন নাগরিক হিসেবে এর কট্টর প্রতিবাদ এবং সমালোচনা করার অধিকার রয়েছে আমার। এটাই প্রমাণ করে দিল যে, বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সব কাজ করেন।"