কলকাতা: এসএসসিকাণ্ডে (SSC Scam) চার্জশিটে মেলেনি সরকারি অনুমতি, দাবি সিবিআই-র (CBI) । সিবিআই সূত্রে দাবি, এই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি। 


চার্জশিটে নাম রয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসএসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, এসএসসির প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ও SSC’র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের। সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সিবিআই সূত্রে দাবি, এই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি। অর্থাত্‍, সরকারের অনুমতি ছাড়াই সরকারি পদে থাকা ওই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে।  আইনজীবীদের একাংশের মতে, এই চার্জশিট  গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। দুর্নীতি দমন আইনের ১৯ নম্বর ধারায় বলা হয়েছে, সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দিতে হলে সরকারের অনুমতি নিতেই হবে।  


প্রসঙ্গত, এসএসসি-র গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ইডি- র তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল এই মামলায়। সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ-সহ ১৬ জনের নাম রয়েছে। এই চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিন্‌হা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। আলিপুর কোর্টে এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংগঠিত অপরাধ, ৪১৭ নম্বর ধারায় প্রতারণা, ৪৬৫ এবং ৪৬৮ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ করা হয়েছে।  ৩০ সেপ্টেম্বর আলিপুর এডিজে আদালতে সিবিআই এসএসসি গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করে । 


আরও পড়ুন, মহাষষ্ঠীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


সিবিআই সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশে তারা প্রথম যে এফআইআর দায়ের করেছিল সেখানে ৫ জনের নাম ছিল। তাঁদের মধ্যে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদ সিন্‌হা। দ্বিতীয় নাম সমরজিৎ আচার্য, তৃতীয় নাম সৌমিত্র সরকার, চতুর্থ নাম অশোক সাহা এবং পঞ্চম নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই এফআইআরে নাম থাকা প্রত্যেকেরই আজকের চার্জশিটে নাম রয়েছে। এই পাঁচজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিন্‌হা গ্রেফতার হন গত ১১ অগস্ট। এরপর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।