কলকাতাঃ ১৫ রাউন্ড গুলির পাঁচটিই রঞ্জিতকুমার সারেঙ্গিকে (Ranjit Kumar Sarangi) শুট করা হয়েছে। জাদুঘরে গুলিকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে (Autopsy report) এমনটাই উল্লেখ করা হয়েছে। ‘রঞ্জিতকুমার সারেঙ্গির শরীরে অন্তত পাঁচটি গুলি লেগেছিল। কপালে, বুকে, পেটে, হাতে গুলি লেগেছিল রঞ্জিতকুমার সারেঙ্গির। শরীরে রয়েছে একাধিক গুলির চিহ্ন। ময়নাতদন্তের পর জানিয়েছে এসএসকেম কর্তৃপক্ষ (SSKM)।
ময়নাতদন্তের রিপোর্টে কী কী উল্লেখ করল এসএসকেম ?
রবিবার ফের জাদুঘরে গুলিবর্ষণের ঘটনায় আসে ফরেন্সিকের দল। তার নমুনা সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষা করা হয় সিআইএসএফ-র গাড়িটিও। প্রথমে নিহত জওয়ানকে কলকাতায় গার্ড অনার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট দেরিতে আসার জন্য সিদ্ধান্ত বদল করে নেওয়া হয়। তাই কলকাতা থেকে আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ নিয়ে কলকাতা থেকে উড়িষ্যার পথে রওনা দেওয়া হবে। মূলত পরিবার এসএসকেম-এ না গেলেও, তাঁদের অনুমতি নিয়ে সেখানে জওয়ানের শীর্ষ আধিকারিকরা পৌঁছে যান। তবে দুপুর গড়াতেই ইতিমধ্যেই এসে পৌঁছেছে জাদুঘরে গুলিকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। ময়নাতদন্তের পর জানিয়েছে এসএসকেম কর্তৃপক্ষ জানিয়েছে, 'রঞ্জিতকুমার সারেঙ্গির শরীরে ১৫ রাউন্ড গুলির অন্তত পাঁচটি গুলি লেগেছে। কপালে, বুকে, পেটে, হাতে গুলি লেগেছে রঞ্জিতকুমার সারেঙ্গির।'
আরও পড়ুন, 'আগ্নেয়াস্ত্র নিয়ে দর্শকের কাছে থাকতে পারবে না সিআইএসএফ', সিদ্ধান্ত জাদুঘরের
গুলিবর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
প্রসঙ্গত, এই গুলিবর্ষণকাণ্ডে কতগুলি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডিপার্টমেন্টে হেনস্থা, অপমানই কি এই আক্রোশ তৈরি করেছে ? ধৃতের বয়ানে তো তেমনটাই তথ্য় উঠে আসছে। আর এখানেই আতঙ্ক ছড়িয়েছে। সার্ভিস রাইফেল সহ যেখানে দেশবাসীকে সুরক্ষা দিতেই কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্বে রাখা হয়। সেখানে বিভাগীয় মানসিক নিপীড়নের জেরেই যে গুলি চালানোর পরিকল্পনা নিতে পারেন কেউ, তা নিয়েই মূলত আশঙ্কা তৈরি হয়েছে। মূলত কোনও অঘটন ঘটনার আগে কিছুই বোঝা সম্ভব হবে না তাহলে ? তাই ইতিমধ্যেই কেন্দ্র ইতিমধ্যেই বাহিনীর মানসিক অবস্থা জানার জন্য সিদ্ধান্ত নিয়েছে।