কলকাতা: নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে উত্তাল কলকাতা-হাওড়া।অগ্নিগর্ভ হয় এদিন এমজি রোড। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে জ্বলতে থাকে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, পুজোর মুখে দোকান বন্ধ করে মালিকরা এলাকা ছেড়ে চলে যান। নবান্নে পৌঁছনোর আগেই আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এহেন ঘটনার পর এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সোশ্যালে তোপ দাগলেন তিনি। 


'মমতার সরকার'কে নিশানা করে কী বললেন সুকান্ত ?


এদিন সুকান্ত মজুমদার বলেন, 'মমতার সরকারের পুলিশের কঙ্কালসার চেহারা,  বিজেপির শান্তিপূর্ণ মিছিলে ছাদ থেকে বোম ছুঁড়ছে পশ্চিমবঙ্গ পুলিশ।  পুলিশ প্রশাসনের এই নির্লজ্জতা পশ্চিমবঙ্গের মানুষ আগে কখনও দেখেনি।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই গুন্ডারাজকে জানাই একরাশ ধিক্কার।'  এদিন নবান্নে পৌঁছনোর আগেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। এদিন উত্তাল অবস্থার মাঝেই রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন অগ্নিমিত্রা পাল এবং সুকান্তরা। সুকান্ত-র মুখে তখন স্লোগান, 'চাকরি চোর মুখ্যমন্ত্রী হায় হায়। এসএসসি চোর মুখ্যমন্ত্রী হায় হায়।' পাশাপাশি, 'পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝাণ্ডা ধরো। পুলিশ তুমি হায় হায়।'  এরপরেই পরিস্থিতি ধুন্ধমার হয়ে ওঠে।  ধর্নায়ও বসেই শেষমেশ আটক হন তাঁরা। এদিন মূলত অবস্থান বিক্ষোভের মাঝেই সুকান্তদেরকে প্রিজনভ্যানে তুলেছে পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'আমাদের গ্রেফতার করা হয়েছে।' এদিন নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভে নামে বিজেপি।লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেয় পুলিশ। 


আরও পড়ুন, 'বিনা প্ররোচনায় গ্রেফতার', লকেটের ফেসবুকে বিস্ফোরক শুভেন্দু


উত্তাল গঙ্গার এপার এবং ওপার


গতকাল সন্ধ্য়ায় সুকান্ত মজুমদার বলেন, 'আমাদের তিন নেতা হাওড়া, কলেজস্কোয়ার এবং সাঁতরাগাছি থেকে নবান্ন চলো অভবিযান পরিচালনা করবেন। তৃণমূল কংগ্রেস আমাদের সমাবেশ বন্ধ করার চেষ্টা করছে। আমাদের, কারও কাছ থেকে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতির প্রয়োজন নেই।'  যদিও এদিন নবান্ন অভিযান  ঘিরেই উত্তাল হয় গঙ্গার এপার এবং ওপার। প্রসঙ্গত, শুধু চলতি বছরে এই নবান্ন অভিযানই শুধু নয়, এর আগেও মমতার সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সুকান্তরা।অপরদিকে, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, 'পুলিশকে বাধ্য করেছে রাস্তায় নামতে। এবং কিছু আইপিএস অফিসারদের দিয়ে, বিনা প্ররোচনায় গ্রেফতার করা হয়েছে। ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পুলিশের উদ্দেশে বলেন, 'আপনার মাকে বলুন। লেডি কিমকে বলুন। এখন মেদিনীপুরে রয়েছেন। দেশকে দেখান। বাংলাকে উত্তর কোরিয়া বানিয়ে ছেড়েছেন।'