কলকাতা: উত্তর ২৪ পরগনার কামারহাটির সভা থেকে সৌগত রায় (TMC Leader Sougata Roy) হুমকি দিয়ে বলেছিলেন, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' সৌগত-র এই হমকি নিয়ে কম জল ঘোলা হয়নি। তার হুমকি-র পরেই সরব হয়, দিলীপ-সুজনরা। তবে এবার ফের সৌগত রায় হুমকি দিতেই তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar)।
কয়েকটা বাঁদর আছে বিজেপি করে: সৌগত রায়
মূলত সম্প্রতি ফের বিস্ফোরক সৌগত রায়। তিনি বলেন, 'কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কী নাম । আগে দিলীপ ঘোষ অশিক্ষিত ছিলেন। ক্লাস এইট পাশ, ফিটার মিস্ত্রি। আমি ভাবতাম যে ও যা ইচ্ছে তাই বলুক। কিন্তু এখন দেখছি, সুকান্ত মজুমদার ! সে বটানির অধ্যাপক হয়েও, সে সমান উগ্র কথা বলছে।'
আমরা দেখেছিলাম রবিনা ট্যান্ডনের সঙ্গে ধুতি পরে উনি বাঁদরের মতোই কোমর নাচিয়েছিলেন: সুকান্ত
সুকান্ত বলেন, 'বাংলার মানুষ আরও একবার দেখল যে তৃণমূল কংগ্রেস, এমন একটা নোংরা জায়গা, সেখানে একজন অধ্যাপকও কয়েক বছরের মধ্যে হার্মাদে রুপান্তরিত হয়ে যায়। আমরা দেখেছিলাম রবিনা ট্যান্ডনের সঙ্গে ধুতি পরে উনি বাঁদরের মতোই কোমর নাচিয়েছিলেন, যেটা অধ্যাপকসুলভ নয় বলেই মনে হয় !' তিনি এর আগে সৌগত রায়ের জুতো তৈরি -র মন্তব্যের পরেও বলেছিলেন, 'তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।’
আরও পড়ুন, 'রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব', হুঙ্কার উদয়নের, কী বললেন রাহুল সিনহা ?
'ওয়ান, টু, থ্রি, ফোর, তৃণমূলের নেতারা চোর'
সুজন চক্রবর্তী বলেন, ভাবা যায়না, কল্পনা করতে পারিনি সৌগত রায় বলে পরিচিত যে লোকটা, একজন অধ্যাপক, তিনি হাতে হাতে টাকা নেবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল। দিন যতো যাচ্ছে, তত কিছু নেতার অসভ্যতা বাড়ছে। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', সৌগত-র বক্তব্য তুলে 'এর মানেটা কি' প্রশ্ন করেন তিনি। এরপরেই তিনি বলেন, ওয়ান, টু, থ্রি, ফোর, তৃণমূলের নেতারা চোর।' সৌগত ইস্যুতে দিলীপ ঘোষ বলেছিলেন, 'উনি নিজে চলতে ফিরতে পারেন না। এই সব কথা ওনার মুখে সাজে কি ? এখন হয়তো দিদিকে খুশি করার জন্য. আগামীবারের টিকিট নেওয়ার জন্য এই সব জোশ দেখাচ্ছেন।এই সব কথা বলে বলে বাংলাকে কোথায় নিয়ে গিয়েছেন কোথায় ওনারা। এই যে দুর্নীতির পাহাড়, এর জন্য কি ওরা দায়ী নয়। সবাই কম বেশি এর মধ্যে যুক্ত আছেন। আর এই যে শব্দগুলি বলছেন, এর জবাব সাধারণ মানুষ দেবে।'