কলকাতাঃ টালিগঞ্জের পর বেলঘরিয়ার অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে এখনও অবধি ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ সোনার পাশাপাশি দলিলও উদ্ধার করে ইডি। এহেন মুহূর্তেই টুইটে কবিতা মিলিয়ে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তিনি কটাক্ষ করে বলেন, 'বছর বারো ধরে আমি চুরি করিতেছি এই বাংলার বুকে।'



এদিন টালিগঞ্জের ফ্ল্যাট থেকে  টাকা উদ্ধারের পর দুপুরেই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সন্ধে প্রায় সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল টাকা গোনা। রাত সাড়ে নটার পার হয়ে গেলেও শেষ হয়নি সেই কাজ। এখনও চলছে টাকা গোনা।  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট ঘিরে উঠছে প্রশ্নের সমুদ্র। এখনও পর্যন্ত সেখান থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আরও টাকা উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর।টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি নগদ উদ্ধার হয়েছে।  রাত দশটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২০ কোটি উদ্ধার হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত ৪২ কোটি নগদ উদ্ধার হয়েছে।