কলকাতা: শুভেন্দু-র টুইট ইস্যুতে কটাক্ষ সুখেন্দুশেখরের। গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কায় অর্থ দফতরকে নিশানা করে টুইট শুভেন্দুর (Suvendu Adhikari)। মূলত রাজ্যের অর্থ দফতরের সার্ভার বন্ধ থাকবে ৬ দিন। এই ৬ দিনের মধ্যেই তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন আধিকারিকরা। আধিকারিক নিয়োগ করে কেন্দ্রীয় সরকার নজর রাখুক।আশঙ্কা করে এমনটাই টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু-র টুইট ইস্যুতে এদিন প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)।


তিনি এদিন বলেন, ওদের তো টুইট করা ছাড়া অন্য কোনও কাজ নেই। কারণ পশ্চিমবঙ্গে ওদের সরকারও চালাতে হয় না। প্রশাসনও চালাতে হয় না। গল্পের গরু গাছে ওঠে, আবার নেমে পড়ে। রোজ হচ্ছে ওদের স্টোরি ডিপার্টমেন্ট থেকে স্টোরি তৈরি করে দেওয়া হয়। সেগুলি টুইট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করা হয়। ওগুলি মানুষ বুঝে ফেলেছে, সেজন্য, প্রত্যেকটা নির্বাচনেই মানুষ ওদের বর্জন  করেছে। সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে পাগলের প্রলাপ বকে যাচ্ছে।






রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী । নির্মলা সীতারমণকে লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে রাজ্যের প্রকল্পের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে টাকা জমা করার অভিযোগ করেছেন  বিরোধী দলনেতা।


আরও পড়ুন, 'তথ্য প্রমাণ নষ্টের জন্য তদন্তের নাটক করছে সিআইডি ?' বিস্ফোরক দিলীপ


উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা। তাতেই রাজ্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন শুভেন্দু। তাতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে না তুলে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন তহবিল, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে জমা করা হয়েছে বলে দাবি করা হয়। শুভেন্দুর আরও দাবি, এই কাজের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কও জড়িত রয়েছে।