কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির সামনে সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালো গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি। ভোজালি, আগ্নেয়াস্ত্র মাদক-সহ ওই ব্যক্তি গ্রেফতার করা হয়েছে তাকে। সূত্রের খবর, সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই ব্যক্তিকে। পুলিশ লেখা বোর্ড গাড়িতে এঁটে অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি পুলিশ লেখা পরিচয়পত্র দেখান, পরিচয়পত্র নকল বলে সন্দেহ পুলিশের। 


কেন আগ্নেয়াস্ত্র নিয়ে VVIP জ়োনে?


পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে প্রথম ২১ জুলাই। গোটা বাংলার তৃণমূল কর্মী ও সমর্থকদের সমাগম হয়েছে কলকাতায়। আর এমন দিনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হল এই সন্দেহভাজনকে। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর নিজেকে পুলিশ বলে দাবি করায় সন্দেহ হয়। এরপরই  জেরা শুরু করে পুলিশ।                                 


ফের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা: 


প্রশ্ন উঠছে, কীভাবে পুলিশের আইডি কার্ড পেলেন সন্দেহভাজন? অস্ত্র-মাদক নিয়ে কেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ঘোরাঘুরি? ভোজালি-মাদক-ভুয়ো আইডি কার্ড নিয়ে কী উদ্দেশ্যে কালীঘাটে? পুলিশ কমিশনার জানান, ধৃতের কাছে মিলেছে বিভিন্ন সংস্থার পরিচয়পত্র। সন্দেহ হতেই অভিযুক্তের কালো গাড়ি ঘিরে ফেলে পুলিশ। আইবি লেখা কার্ড দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।                                            


এবিষয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল। তখনই সন্দেহ হয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে। গাঁজা, আগেয়াস্ত্র, ভোজালি পাওয়া গিয়েছে। আটক করা হয়েছে গাড়ি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই  পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেছিল তা জানাতে চাওয়া হচ্ছে। ধৃতের কাছ থেকে বিভিন্ন সংস্থার আইডি কার্ড পাওয়া গিয়েছে। বিএসএফের আইডি কার্ডও পাওয়া গিয়েছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Nail Care Tips: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?