কলকাতাঃ ভারপ্রাপ্ত রাজ্যপালের কাছে মন্ত্রী পার্থ-কে (Partha Chatterjee) অপসারণের দাবি নিয়ে রাজভবনে এদিন রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, 'বাংলার সরকার সংবিধান মানে না। বিরোধী-শাসকের সহবস্থান মানে না সরকার।'
মন্ত্রী পার্থ অপসারণের দাবি জানিয়ে রাজভবনে শুভেন্দু
এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই প্রশ্ন উঠেছে তাঁকে মন্ত্রিত্বের পদ থেকে সরানো হবে কিনা। যদিও সরকারের তরফে এমন কোনও পদক্ষেপ করা হয়নি। দলের তরফেও তাঁকে পদ থেকে সরানো হয়নি। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিন খোদ পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় এই নিয়ে। জোকা ইএসআই হাসপাতালে ঢোকার আগে পার্থকে প্রশ্ন করা হয় মন্ত্রিত্ব ছাড়ছেন? এর উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'কারণ কী?'। আর এরপরেই জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সহ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি। একুশে জুলাইয় শহিদ দিবসে তৃণমূলের মেগা ইভেন্টের পর ইডি অভিযান স্বাভাবিকভাবেই ঝড় তোলে রাজ্যে। ইতিমধ্যেই জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিয়েছেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী হিসেবে যে স্করপিও গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়কে সবসময় দেখা যেত, সেই গাড়িই এবার বিধানসভায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে বিধানসভা থেকে এই গাড়ি চাওয়া হয়নি, এমনটাই সূত্রের খবর।। স্বেচ্ছায় এই গাড়ি তিনি ফিরিয়ে দিয়েছেন। যদিও এই মুহূর্তে মন্ত্রী পার্থ-কে অপসারণের দাবি নিয়েই তুঙ্গে শুভেন্দুরা।
আরও পড়ুন, দরজা ভেঙে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র ফ্ল্যাটে ইডি
ব্রুনেইয়ের সুলতানের থেকেও বেশি বান্ধবী: শুভেন্দু অধিকারী
পাশাপাশি এদিন শুভেন্দু বলেন, 'ব্রুনেইয়ের সুলতানের থেকেও বেশি বান্ধবী। হিন্দু অ্য়াক্ট অনুযায়ী একের বেশি বিয়ে করা যায় না। সেই জন্য হয়তো বিয়ে করেননি, নইলে এদেরকেও বিয়ে করে নিতেন।' এরপরেই তিনি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের কথা বলে বলেন, 'আর কী প্রমাণ দরকার আছে ?'