কলকাতা: গত সপ্তাহে ২২ জুলাই সকাল থেকে জেরা। এরপর ২৩ তারিখ ভোরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই থেকে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহেই আজ টিটাগড়ে (Titagarh) এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। মঞ্চ থেকে বললেন, 'চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না।'
টিটাগড় থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে শাস্তিও হবে।’
এরপরেই তাঁর মন্তব্য, ‘২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ নেওয়া হল? ভোর রাতে কেন হানা? এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড। আর কোনও কাজ নেই। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে।'
মুখ্যমন্ত্রীর একের পর এক হুঙ্কার, 'মহারাষ্ট্র ভেঙে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, বাংলার দিকে নজর দিয়েছে। অত সস্তা নয়। বাংলাকে ভাঙতে হলে লড়তে হবে, বাংলা ভয় পাবে না। ব্রিটিশরাও এমন অত্যাচার করত না, এই ত্রাস ছিল না। ২০২৪-এ বিজেপি আসবে না। কী অঙ্ক, কীভাবে হবে বলতে পারব না, তবে আসবে না।'
রাজ্যে বিনিয়োগ প্রসঙ্গে মমতা
'১৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হচ্ছে রাজ্যে। বাম আমলে হিন্দুস্থান মোটরকে অনেকটা জমি দেওয়া হয়। ৭০০ একর জমি বিনা কারণে খালি পড়ে রয়েছে। প্রয়োজনে আইন অনুযায়ী অধিগ্রহণ করবে রাজ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য। দেউচা পাঁচামির কয়লা উঠলে সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে। তাজপুর বন্দর তৈরিতেও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হবে। অশোকনগরে ওএনজিসি খনিজ তেল ও গ্যাস উত্তোলন করছে।' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।