কলকাতাঃ গল্ফগ্রিনেকাণ্ডে (Golf Green Incident) মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu AdhikarI)। গল্ফগ্রিনে পুলিশের মারে যুবকের মৃত্য়ুর অভিযোগে আগামীকাল  সিবিআই (CBI) তদন্ত চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) যাচ্ছে মৃতের পরিবার। এদিন আজাদগড়ে মৃত যুবকের বাড়িতে গিয়ে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  'পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে? পুলিশ বেরনোর ফুটেজ দেখাচ্ছে, থানায় ঢোকার ফুটেজ কেন প্রকাশ্যে আনছে না?' পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন আজাদগড়ের মৃত যুবকের পরিবারের। 


প্রসঙ্গত, মৃতের পরিবারের সদস্যদের দাবি, গত ররিবার, ৩১ জুলাই দুপুর ২টোর সময় দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। অভিযোগ, রাত ৯টার সময় দীপঙ্করকে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারা। শুক্রবার ভোরে এম আর বাঙুর মৃত্যু হয় ৩৪ বছরের দীপঙ্করের। প্রথম থেকেই মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। যদিও তা মানতে নারাজ মৃতের পরিবার।কোনও অভিযোগ ছিল না, তা সত্ত্বেও বিনা নোটিসে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল পুলিশ। তারপর গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছিল যুবককে। ৫ দিনের মধ্যে মৃত্যু। গল্ফগ্রিন থানার অন্তর্গত আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার মৃত্যুতে এভাবেই পুলিশের দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার।  পুলিশ কি এভাবে যে কোনও সময় কাউকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতে পারে, প্রশ্ন উঠতে শুরু করেছে।


আরও পড়ুন, 'যেভাবে মুখ্যমন্ত্রী চলেছেন, সেভাবেই বিজেপি', ঝাড়খণ্ডকাণ্ডে বিস্ফোরক সুজন


জানা গিয়েছে, প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে এদিন আজাদগড়ে মৃত যুবকের বাড়িতে কথা বলেন শুভেন্দু। তিনি এদিন জানতে চেয়েছেন, মৃতের পরিবারের কাছে, ওই দিন ঠিক কী হয়েছিল ? যেসমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ তাঁদের বিষয়ে জানতে চান পাশাপাশি এবং লোকাল থানার ভূমিকা কী ছিল ? এনিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী