কলকাতা: মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) সাম্মানিক ডি-লিট দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেই মমতাকে ডি-লিট দেওয়া নিয়ে প্রথম থেকেই তরজা তুঙ্গে ছিল। তারপর আবার কলকাতার পর সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ডি-লিট দেওয়ার সিদ্ধান্তে তা আরও উসকে যায় রাজ্য-রাজনীতিতে। তার উপর জগদীপ ধনখড় যতদিন রাজ্যপাল ছিলেন, ততদিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের 'সংঘাত' কথাটাই শিরোনামে উঠে আসত বারবার। তবে সেসব এখন অতীত। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মাঝের সমীকরণ বদলেছে। সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলায় হাতেখড়ি হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আর এবার মুখ্যমন্ত্রীর ডি-লিট প্রাপ্তির দিনে প্রশংসায় পঞ্চমুখ হলেন বর্তমান রাজ্যপাল। উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনাও টেনেছেন তিনি। আর এমনই এক আবহে টুইটে স্ট্যান্ডআপ শুভেন্দু-সুজনের। 


সুজন চক্রবর্তী টুইট করে বলেছেন, 'যোগ্য নেত্রী বলেই মমতা ডি-লিট পেয়েছেন', চমৎকার। এর আগে বিরোধী নেত্রী মমতা পিএইচডি পেয়েছিলেন। অস্বিত্বহীন বিশ্ববিদ্যালয়ের জালিয়াতি ডিগ্রি। ' পাশাপাশি শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, 'অনুষ্ঠানে মাননীয় রাজ্যপালের বক্তৃতা শুনে মনে হচ্ছিল যেনও, তিনি প্রথাগত বক্তৃতার রিহার্সাল করছেন। যা মূলত তিনি রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনের শুরুতে পাঠ করবেন।'






আরও পড়ুন, আজ কলকাতার থেকে সস্তায় পেট্রোল-ডিজেল কোন শহরে ?


প্রসঙ্গত, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। তবে এবার ফের ডিলিট দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডি-লিট পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করলাম। আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট তুলে দেন রাজ্যপাল। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য সাম্মানিক ডি লিট। আমি কৃতজ্ঞ, এই সম্মান আমার অনুপ্রেরণা। সেন্ট জেভিয়ার্সের সব ছাত্রকে আমার শুভেচ্ছা। দেশে একতা, সাম্য বজায় রাখা জরুরি। জীবনকে সর্বদা ইতিবাচক দৃষ্টিতে দেখুন।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিখ্য়াত মনীষীদের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল। প্রাক্তন রাষ্ট্রপতি এবং শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতার তুলনা রাজ্যপালের। তিনি বলেন, 'যেসব রাজনীতিবিদ সাহিত্যেও অনন্য নজির রেখেছেন, মমতা তাঁদের মধ্যে অন্যতম।' মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কৃতিত্বের জন্য কুর্নিশ, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উইনস্টন চার্চিল, মিল্টনের সঙ্গে এক আসনে বাংলার মুখ্যমন্ত্রীকে বসালেন রাজ্যপাল।