Bank FD Interest Rate 2023: স্থায়ী আমানতে (Fixed Deposit) ভাল সুদ পেতে চাইলে এই ব্যাঙ্কগুলি হতে পারে সেরা বিকল্প। এই ছোট ব্যাঙ্কগুলিতে বেশি অর্থের পাশাপাশি সুরক্ষিত থাকবে আপনার টাকা। জেনে নিন ব্যাঙ্কগুলির নাম।  

এই ছোট আর্থিক ব্যাঙ্কগুলি বেশি সুদ দিচ্ছে

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়ানোর পর অনেক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। অন্যান্য বড় ব্যাঙ্কের তুলনায় ছোট ফিন্যান্স ব্যাঙ্কগুলি বেশি সুদ দিচ্ছে। যদিও দেশের বড় ব্যাঙ্কগুলি যেমন SBI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক , ICICI ব্যাঙ্ক , পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) FD-তে এদের তুলনায় কম সুদ দিচ্ছে। যদিও ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি বড় ব্যাঙ্কের তুলনায় স্থায়ী আমানতে বেশি সুদ দিচ্ছে। এখানে দেওয়া রইল এরকমই ৬টি ব্যাঙ্কের নাম।

Unity Small Finance Bankএফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক আপনাকে 1001 দিনের মধ্যে FD-তে সাধারণ গ্রাহকদের জন্য 9.00% ও প্রবীণ নাগরিকদের জন্য 9.50% সুদ অফার করছে৷

Utkarsh Small Finance Bankএই তালিকায় দ্বিতীয় নামটি হল উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে এফডিতে বেশি সুদ দেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের জন্য 8.00 শতাংশ সুদের সুবিধা দেওয়া হচ্ছে এখানে। 1001 দিনের মধ্যে FD মেয়াদ পূর্ণ হলে প্রবীণ নাগরিকদের 8.75 শতাংশ সুদের সুবিধা দেওয়া হচ্ছে এই ব্যাঙ্কে।

North East Small Finance Bankতৃতীয় নামটি হল নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের। এই ব্যাঙ্ক আপনাকে 1001 দিনের মেয়াদ শেষে FD-এর উপর 8.00% সুদ ও সিনিয়র নাগরিকদের 8.75% সুদ দিচ্ছে।

Jana Small Finance Bankএই তালিকায় চতুর্থ নাম জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের। এই ব্যাঙ্কে সাধারণ বিনিয়োগকারীকে 1001 দিনের এফডিতে 8.10 শতাংশ সুদের সুবিধা দেওয়া হচ্ছে। যদিও ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য 8.80 শতাংশ সুদ দিচ্ছে।

Suryoday Small Finance Bankআপনি যদি 1001 দিনের জন্য FD-এর জন্য Suryoday Small Finance Bank-এ বিনিয়োগ করেন, তাহলে আপনি বার্ষিক 8.51 শতাংশ হারে সুদ পাবেন। আপনি যদি সিনিয়র হন তবে ব্যাঙ্ক আপনাকে 8.76 শতাংশ হারে সুদ দেবে।

Ujjivan Small Finance BankUjjivan Small Finance Bank আপনাকে 1001 দিনের FD-এ 8.00% বার্ষিক সুদ দিচ্ছে। একই প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৮ দশমিক ৭৫ শতাংশ সুদ পাবেন।

NPS: মাসে ৫০০০ টাকা রেখে হতে পারেন কোটিপতি, এই সরকারি স্কিমে পাবেন সুবিধা, জেনে নিন কীভাবে