কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় বাড়ল টেস্টের সংখ্যা, কিন্তু সেই হারে পজিটিভ কেস নয়। ৩ জানুয়ারি কোভিড বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৮ জন। কোভিড টেস্ট হয়েছে গত ২৪ ঘণ্টায় ৪৭৮৪ টি। পাশাপাশি ভ্যাকসিন নিয়েছেন ১০৯১ জন। যেখানে গত ৪৮ ঘণ্টা আগেও কোভিড টেস্ট করিয়েছিলেন মাত্র ৬৯৬ জন। 






৩ জানুয়ারির রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায়,  কোভিড পজিটিভ ৮ জন । তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৯ জন। উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ৯ জন। জানা গিয়েছে, গোটা রাজ্যে মোট কোভিড টেস্ট করেছেন  ৪ হাজার ৭৮৪ জন। কোভিড ভ্যাকসিন নিয়েছেন, ১০৯১ জন। তবে আগের থেকে কোভিড পজিটিভিটির হার আগের থেকে কমেছে। এই মুহূর্তে হার ০.৫৭ শতাংশ থেকে ০.১৭ শতাংশ।


  রাজ্যজুড়ে করোনার (Corona) জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল গুলিকে সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন, বিএসএনএল অফিসে দুঃসাহসিক ডাকাতি ! তদন্তে পুলিশ


কোভিডের কোপে ফের ছাড়খাড় চিন। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে চিনে। তার জেরে উদ্বেগ ছড়াচ্ছে ভারতেও। সেই কথা মাথায় রেখেই ভারতেও কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর- সর্বত্র কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক একাধিক দেশে কোভিড উদ্বেগের মধ্যে পদক্ষেপ। দ্বিতীয় কোভিড ঢেউয়ের সময় দেশে অক্সিজেনের ঘাটতি নিয়ে নানা অভিযোগ উঠেছিল। তাই এবার গোড়া থেকেই অক্সিজেনের যোগানে নজর রাখা হচ্ছে।


কোভিডের কোপে ফের ছাড়খাড় চিন। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে চিনে। তার জেরে উদ্বেগ ছড়াচ্ছে ভারতেও। 


বিস্তারিত আসছে...