মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পানাগড়ের (Panagarh) বিএসএনএল অফিসে (BSNL Office) দুঃসাহসিক ডাকাতির ঘটনা (Robbery)। সোমবার গভীর রাতে অফিসে ঢুকে দুই বিএসএনএল কর্মীকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর অফিসের তালা ভেঙে লুটপাট চালায় ডাকাত দল।


ডাকাত দল চম্পট দিতেই কোনও মতে হাতের বাঁধন খুলে পুলিশকে খবর দেওয়া হলে ভোর রাতে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পরেই কাঁকসার বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীদের খবর দেওয়া হলে ভোর বেলায় পুলিশ ১১ মাইল এলাকায় গাড়িটিকে ধাওয়া করে ধরতে পারলেও ডাকাত দলের কাউকে ধরতে পারেনি। মঙ্গলবার সকালে অফিস খুলতেই ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। 


গত বছরের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার  বিষ্ণুপুরে পুলিশ পরিচয় দিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ ওঠে। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার অন্তর্গত তপনার মোড়ে বুধবার আনুমানিক রাত পৌনে দুটো নাগাদ একতালা বাড়ির সদর দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে ডাকাত দল (Robbery Case)।  দরজা ভাঙার শব্দ শুনতে পেয়ে সুমন মন্ডল যিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি দরজার দিকে তাকিয়ে, কে এসেছে জানতে চাইলে, বাইরে থেকে ডাকাত দল নিজেদের 'পুলিশ' পরিচয় দেয়।


কথা শেষ হতে না হতেই ১৫ জনের ডাকাত দল সদর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেই বাড়ি সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও মূল্যবান গহনা সমেত লক্ষাধিক টাকার দ্রব্যাদি লুট করে নিয়ে চলে যায়। ডাকাত দলের প্রত্যেকের মুখ বাধা ছিলো রুমাল দিয়ে। রাতেই বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলেও তপনা মোড়ের সিসিটিভি অকেজো থাকায় কার্যত কোন কাজেই লাগেনি সিসিটিভি। সমগ্র ঘটনার তদন্তে নামে বিষ্ণুপুর থানার তদন্তকারী আধিকারিকেরা।


আরও পড়ুন, বিকাশরঞ্জনের বাড়িতে ২০১৯-এর SLST-র চাকরিপ্রার্থীরা


 গত বছর অগাস্ট মাসে হাওড়ার জগত্‍বল্লভপুরে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে  একটি দুঃসাহসিক ডাকাতির (Dacoity) অভিযোগ ওঠে। বাড়িতে হানা দেয় ৬ সশস্ত্র দুষ্কৃতী। বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে সোনার গয়না, টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। ভিন রাজ্যের দুষ্কৃতীদের গ্যাং এর পিছনে থাকতে পারে বলে সন্দেহ।মাঝরাতে বেপরোয়া ডাকাতি। রাত ৩ টেয় গৃহস্থের বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে লুঠপাটের অভিযোগ। গভীর রাতে এই ঘটনা ঘটে হাওড়ার জগত্‍বল্লভপুরে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিতলা এলাকায়।