কলকাতাঃ  গত ৭২ ঘন্টায় ইতিমধ্যেই ইডি অভিযানের (ED Raid) পর বয়ে গিয়েছে ঝড়। পার্থ-কে গ্রেফতারের পর উত্তাল রাজ্য-রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করেও পাননি বলে জানিয়েছিলেন পার্থ (Partha Chatterjee)। চারিদিকে যখন ইডি ঝড়, সবাই তখন মমতার মুখ খোলার অপেক্ষায় ছিল সারা বাংলা। অবশেষে এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এবং বড়সড় তোপ দাগলেন তিনি। এদিন বঙ্গবিভূষণের মঞ্চ থেকে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নজরুল মঞ্চের অনুষ্ঠানে তিনি প্রশ্ন করেন , 'মেহুল চোকসি, ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল?।'


প্রসঙ্গত, রাজ্যে গরুপাচার মামলা থেকে কয়লা পাচার মামলা , নারদ মামলা, এসএসসি দুর্নীতি মামলা -সহ একাধিক মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের।তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'এটা রাজনৈতিক প্রতিহিংসা।' রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায় উঠে এসেছে পাল্টা 'যোগী রাজ্য'-র কথা। এদিকে এখন পার্থ ইস্যুতে গুমোট পরিস্থিতি চারিদিক যখন, তখন কুণাল ঘোষ বলেছেন, 'অভিযোগ প্রমাণিত হলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।' বারবার একাধিক ইস্যুতে দলের নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। তাই এবার তোপের মুখে কেন্দ্রও। ইতিমধ্যেই একাধিক ইস্যুতে নাম জড়িয়েছে মেহুল চোকসি, ললিত মোদিরও। এদিন মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, 'মেহুল চোকসি, ললিত মোদি, পিএম কেয়ারস ফান্ডের টাকা কোথায় গেল?'


আরও পড়ুন, কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়


তিনি এদিন আরও বলেন, '২১ জুলাই প্রোগ্রাম করলাম, আর ২২ তারিখই ভোর ৫টায় প্রোগ্রাম করতে হল? আমায় কালি ছেটালে মনে রাখবেন, আমার হাতেও আলকাতরা আছে। কোনও চাকরির ক্ষেত্রে একশোটা লোকের মধ্যে কেই কি নিজের লোককে চাকরি দেয় না? ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হল, ২০০ জন কমপ্লেন করল। সত্যি কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক। যদি কেউ অন্যায় করে থাকে, আইন ব্যবস্থা নিক।' এদিকে প্রায় অধিকাংশ রাজ্যের দুর্নীতি মামলাতেই হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। আর এবার এদিন মমতা বলেন,'  এজেন্সি দিয়ে যদি মনে করো, কারও কোমর ভেঙে দেবে, দল ভেঙে দেবে, সরকার ভেঙে দেবে... অন্যায় প্রমাণিত হলে তার দায়িত্ব সে নেবে।'