পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার পচা-গলা মৃতদেহ (Death News)। এদিন সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মধ্যবয়সী মহিলার শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যাওয়ার দাগ আছে। তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা। 


মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল: বুধবার সাত সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। বুধবার সকালে প্রথম প্রাতঃভ্রমণকারীদের চোখেই পড়ে মহিলার দেহ। তারাই খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশ সূত্রে খবর , এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। তবে তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। পুলিশের প্রাথমিক অনুমান,অন্য় কোনও জায়গায় মহিলাকে খুন করা হতে পারে। এরপর মাঝ রাতে  দেহ এনে রাখা হয়েছে বিগ্রেড প্য়ারেড গ্রাউন্ডে। বুধবার সেই মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য়। খুন? না মৃত্য়ুর পিছনে রয়েছে অন্য় কোনও কারণ?ঘটনার তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার(দক্ষিণ) প্রিয়ব্রত রায় জানিয়েছেন, “বডি পাওয়া গেছে। খুন না অন্য় কিছু তা খতিয়ে দেখা হবে।’’


এদিকে বাবার হাতে ছেলে খুনের মতো অভিযোগ উঠল বেনিয়াপুকুরের ডিহি শ্রীরামপুর রোডে। স্থানীয়দের দাবি, বছর ২৩-এর রোশন থাপা নেশাসক্ত ছিলেন। তা নিয়েই বাবার সঙ্গে ঝামেলা হত। অভিযোগ, গতকাল রাতে ছুরি নিয়ে ছেলেকে কোপাতে শুরু করেন বাবা রমেশ থাপা। গুরুতর জখম ছেলেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ছেলে খুনে অভিযুক্ত বাবা পলাতক। 


গত মাসে বরানগরের নিরঞ্জন সেন নগরে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। পয়লা বৈশাখের সকালে বাড়ি থেকে উদ্ধার হয় দাদু-বাবা ও নাতির রক্তাক্ত, পচাগলা দেহ। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে ৩ জনকে দেখা যাচ্ছিল না। ওইদিন সকালে বাড়ি থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। বরানগর থানার পুলিশ গিয়ে বাড়ির ভিতর থেকে দাদু-বাবা ও নাতির দেহ উদ্ধার করে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Loksabha Election 2024: 'নো ভোট টু মোদি'র আহ্বান, দাবি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশের