কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Election 2024) 'নো ভোট টু মোদি'র আহ্বান তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশের। 'দেশ বাঁচাও গণ মঞ্চে'র ব্যানারে মঙ্গলবার কলকাতায় জড়ো হয়ে এই দাবি তুলেছেন তাঁরা। যদিও, মঞ্চের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
আহ্বান তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশের: ২১-এর বিধানসভা ভোটের আগে উঠেছিল, 'নো ভোট টু বিজেপি'র স্লোগান। এবার ২০২৪, লোকসভা ভোটের মধ্যে উঠল 'নো ভোট টু মোদি'র আহ্বান। এই দাবি তুললেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের একাংশ। মঙ্গলবার 'দেশ বাঁচাও গণ মঞ্চে'র ব্যানারে দাবি করা হয়েছে যে, ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘৃণা ভাষণের যে জোয়ার বইছে, তাতে বিষাক্ত হয়ে উঠছে নির্বাচনী আবহাওয়া। এক্ষেত্রে অন্য সকলকে ছাপিয়ে গেছেন শাসকদলের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই 'দেশ বাঁচাও গণ মঞ্চে'র তরফে কনভেনশন করা হয়েছে। রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রচার। মঙ্গলবার সেই বিদ্বজ্জনদের একাংশ জড়ো হয়েছিল কলকাতায়।
গায়ক প্রতুল মুখোপাধ্যায় বলেন, “ভোট কাটছি ভুল করছি। ভুল যাতে না করি, তা নিয়ে সতর্ক থাকতে হবে।’’ গায়ক সৈকত মিত্রর কথায়, “সংবিধান গণতন্ত্র বাঁচাতে যদি হয়, তাহলে মোদি হঠাও...বাংলার মানুষের কাছে প্রার্থনা যে, রাজাকে হঠাতে হবে।’’ মোদিকে ক্ষমতাচ্যুত করতে চেয়ে বিশিষ্টদের একাংশের মুখে উঠে এসেছে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বানও। মঞ্চের তরফে কেউ কেউ আবার এই আহ্বানও করছেন যে, ভোট তাকেই দিন, যাকে ভোট দিলে বিজেপিকে হারানো যাবে। পিডিএস নেতা সমীর পুততুণ্ড বলেন, “আগে মনে হয়েছিল মোদিকে ভয় পাচ্ছি, এখন মনে হচ্ছে মোদি জনগণকে ভয় পাচ্ছে। মোদিকে নয়, যাকে খুশি ভোট দিত। যাকে ভোট দিলে বিজেপিকে হারানো যাবে, সেটাই গুরুত্বপূর্ণ।’’
২১-এর বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত এদিন মঞ্চে দাঁড়িয়ে, মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চান না বলে দাবি করেছেন। এর পাশাপাশি, দু-দশক ধরে RSS-এর সঙ্গে যুক্ত থাকা শিক্ষাবিদ পার্থ বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Update: শেখ শাহজাহানের বেনামি সম্পত্তিতে নজর, আত্মীয় ও শাগরেদকে তলব ইডির