কলকাতা: নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে চালকের দাবি।


এর আগে বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)ঘটে। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) বেসরকারি পুরী ময়না রুটের বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কা মারে সজোরে। পুরী ময়না রুটের বাসটি স্বভাবতই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের নয়ানজুলিতে নেমে যায়।


সাত সকালেই এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল বাসের যাত্রীরা। সেই বাসের মধ্যে ছিলেন ৬০ জন যাত্রী। যাদের মধ্যে আহত হয়েছেন ৬ জন। আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 


জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর ফলে সাময়িকভাবে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়। পরে বেলদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন ও যান চলাচল স্বাভাবিক করেন।


পশ্চিম মেদিনীপুরেও (Paschim Medinipur News) বার বার সতর্কতা সত্ত্বেও পথ দুর্ঘটনা (Road Accident) বেড়েই চলেছে। চন্দ্রকোনায় (Chandrakona) এ বার মোটর সাইকেল সমেত প্রাক্তন সেনাকর্মীকে (Indian Army) চাপা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের গাড়ির (Police Car) বিরুদ্ধেই। শুধু তাই নয়, দুর্ঘটনার পর স্থানীয়রা জড়ো হলেও, আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করেই পুলিশের গাড়ি ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ। সেই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় রাজ্য সড়কে।


বৃহস্পতিবার বিকেলে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে, ভৈরবপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি। দ্রুত গতিতে এসে গাড়িটি ধাক্কা মারে ষাট ছুঁইছুঁই এক ব্যক্তির মোটর সাইকেলে। তাতে মোটর সাইকেল নিয়ে পড়ে যান বাবলু। আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ওই প্রৌঢ়কে তুলতে ছুটে আসেন স্থানীয়রা। কথা বলে জানা যায়, তাঁর নাম বাবলু ভূঞ্জা। খেজুরডাঙার বাসিন্দা তিনি।