কলকাতা : ফের নামল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ (Clear Sky)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে কয়েকদিন পর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এর প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় মাঘের শুরুতে বঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।
এর আগের দিনও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে কয়েকদিন পর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে।
গতকাল কলকাতার সর্বনিম্ন (Kolkata Temperature) তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন ; পাহাড়ে বৃষ্টি, কুয়াশা কাটিয়ে উঠবে রোদ, খেলবে মেঘ দিনভর
দিনকয়েক আগে শীতে অসময়ের বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal)। পাহাড়ে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। শীতের লেপ কম্বল, পিঠে পুলি পায়েসের আয়েশ উধাও হয়ে যায়। অবস্থা এমনই দাঁড়ায় যে, জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা নিয়ে বেরোতে হয় আমজনতাকে। অসময়ের বৃষ্টিতে নাজেহাল হয় কলকাতা থেকে দক্ষিণবঙ্গ। পাহাড়েও একই ছবি ধরা পড়ে। শিলাবৃষ্টি হয় দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে। কোথাও কোথাও আবার সকালের দিকে দেখা যায় কুয়াশার দাপট। আবহাওয়া দফতর সূত্রে খবর পাওয়া যায়, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অসময়ের বৃষ্টি। আবার সেই কারণেই উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় শীতের দাপট উধাও। এখন অবশ্য আবহাওয়ার উন্নতি হয়েছে।
এদিকে দার্জিলিঙে আজ সারাদিনই আকাশের মুখ ভার। মাঝে মাঝেই সবুজ পাহাড় ভিজছে বৃষ্টিতে। বিভিন্ন দিকে ঝেঁপে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নামল ৩ ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যেতে পারে ১৩ ডিগ্রি অবধি ।