আবির দত্ত, কলকাতা: এনআরএস (NRS) হাসপাতালের গেটের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক। মুচিপাড়া থানার পুলিশ (Muchipara Police Station) তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই যুবকের মৃত্যু হয়। বারাসাতের বাসিন্দা ওই যুবকের নাম শেখ নৌশাদ আলি (২৫)। পুলিশ জানিয়েছে, মৃত্যুকালীন জবানবন্দিতে যুবক জানায়, নেশায় সঙ্গ দিতে রাজি না হওয়ায় কৃষ্ণ নামে এক ব্যক্তি তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায়। যুবকের মৃত্যুর পর খুনের মামলা রুজু করে, অভিযুক্তের সন্ধান চালাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ।


গতকাল দুপুরে রক্তাক্ত অবস্থায় এনআর এস হাসপাতালের এক নম্বর গেটে বাইরে পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। বারাসাতের ২৫ বছর বয়সি যুবক নৌশাদ আলি পেশায় মালবাহী গাড়ি চালক। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মুচিপাড়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে জবানবন্দিতে ওই যুবক জানিয়েছে, কৃষ্ণ নামের এক যুবক তাঁকে প্রথমে নেশা করার জন্য জোর করতে থাকে। নেশার করতে না চাওয়ায় তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ চালানো (Stabbed to Death) হয় বলেও অভিযোগ তাঁর। হাসপাতালে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। গভীর রাতে প্রাণ হারায় ওই যুবক।


ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি হোমিসাইড শাখার গোয়েন্দারাও (Homicide Department Investigator) পৌঁছন। যার বিরুদ্ধে মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছেন ওই মৃত যুবক, তাঁর খোঁজ করা শুরু করেছে পুলিশ। 


আরও পড়ুন- শহরে উদ্ধার ৫ কোটি টাকার মাদক, বাজেয়াপ্ত নগদ, গ্রেফতার ২


গতকালই শিক্ষককে পিটিয়ে খুনের (Teacher Beaten Murder) প্রতিবাদে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ডেবরা (Debra)। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন, জাতীয় সড়ক অবরোধ। জোরে বাইক চালানো নিয়ে বচসার জেরে শিক্ষককে মারধর। প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গতকাল মেদিনীপুর মেডিক্যালে (Midnapore Medical College) মৃত্যু হয় শিক্ষকের। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হ., অভিযুক্তের বাড়িতে ধরানো হয় আগুন। শিক্ষককে পিটিয়ে খুনের অভিযোগে ৫ অভিযুক্ত গ্রেফতার। দ্রুত গতিতে বাইক চালানো নিয়ে গন্ডগোল। আর তা থামাতে গিয়েই প্রাণ খোয়াতে হল জাকাত মাঝি পারগানা মহলের সদস্য ও শিক্ষককে। যার জেরে রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের ডেবরা।