ঝিলম করঞ্জাই, কলকাতা: SSC-র শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। তার মধ্যেই ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা (Nursing Jobs)। কলকাতায় হল প্রতিবাদ মিছিল (Nurses Protest)। দু’ সপ্তাহের মধ্যে অবশিষ্ট শূন্যপদ পূরণ না করলে, বড়সড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন। কড়া অবস্থান জারি রেখেছে স্বাস্থ্যদফতরও (West Bengal Health Department)।


ফের রাস্তায় নার্সিং চাকরিপ্রার্থীরা


২৪ মে স্বাস্থ্যভবনের সামনে ধুন্ধুমারের পর বুধবার ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা (Kolkata News)। ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ’, ‘নিয়োগ দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান’, ‘অবিলম্বে অবশিষ্ট শূন্য পদ পূরণ’-সহ একাধিক দাবিতে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং চাকরিপ্রার্থীরা। তাঁরা বলেন, "আমাদের আন্দোলন চলছে। দাবি না মেটা পর্যন্ত চলবে।"


যদিও ডোরিনা ক্রসিংয়ে ঢুকতেই মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন মিছিলকারীরা। পরে নার্সেস ইউনিটি সংগঠনের তরফে ৫ সদস্যের প্রতিনিধি দল সল্টলেকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের অফিসে ডেপুটেশন দেন। দু-সপ্তাহের মধ্যে সরকার শূন্য পদের জন্য তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন। 


আরও পড়ুন: KK Demise : কে কে প্রসঙ্গে বিতর্কিত লাইভের জেরে পাচ্ছেন 'হুমকি ফোন', দাবি করে পুলিশে অভিযোগ রূপঙ্করের স্ত্রীর


SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। তার মধ্যে নার্সিং চাকরিপ্রার্থীদের এই দাবি আর হুঁশিয়ারির সামনে অনড় স্বাস্থ্য দফতর। নার্সেস ইউনিটির সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "এই দাবি অনৈতিক। ওদের দাবি মানতে হলে আইন বদলাতে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। আন্দোলনকে আমরা ভয় পাই না।"


অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার নিয়োগ বোর্ডের


মেরিট লিস্টের নম্বর নিয়ে অস্বচ্ছতা ও নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে গত মাসের শেষ সপ্তাহে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্যভবনে। তখনও অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।