হিন্দোল দে, কলকাতা : একই দিনে দুই নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। যাদপুরে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। অন্যদিকে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে হাসপাতালের হোস্টেলে স্নেহা দত্ত নামে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবরকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ ( Nursing Death ) । মৃতের নাম মল্লিকা দাস। ২২ বছরের তরুণী আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী।
সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। সোমবার সকালে ভাড়াবাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন নার্সিংয়ের ছাত্রীদের সহপাঠীরা। সম্পর্কের টানাপোড়েনের জেরে মল্লিকা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান সহপাঠী ও প্রতিবেশীদের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানা।
আরও পড়ুন :
পুলিশ কোয়ার্টারে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতে বলা হয় নদিয়ার পড়ুয়াকে' যাদবপুরে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
মৃত ছাত্রীর নাম মল্লিকা দাস ( Mallika Das ) । বয়স ২২। বিএসসি নার্সিং চতুর্থ বর্ষের পড়ুয়া তিনি। বাড়ি বাঁকুড়ার তালডাংরায়। নার্সিং পড়ার সূত্রে কলকাতায় থাকা। সেই পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকেই সোমবার তাঁর দেহ উদ্ধার হয়।
সূত্রের খবর, রবিবার রাতে খাওয়াদাওয়া করে ওই যুবতী ফোন নিয়ে ওপরে চলে যায়। প্রতিবেশীদের মধ্যে একজনের দাবি, সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ছিলেন মৃতা ছাত্রী। আর সহপাঠীরা বলছেন, খুব হাসিখুশি ছিলেন মল্লিকা। অন্যদের মোটিভেট করতেন তিনি । সম্পর্কের টানাপোড়েনের কথা উড়িয়ে দিচ্ছেন না তাঁরাও।
বীরভূমেও মৃত্যু নার্সিং ছাত্রীর
অন্যদিকে, অন্যদিকে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে হাসপাতালের হোস্টেলে রহস্যমৃত্যু হয়েছে স্নেহা দত্ত নামে আর এক নার্সিং ছাত্রীর। হস্টেলের চারতলায় সহপাঠীদের সঙ্গে থাকতেন স্নেহা। পরিবার সূত্রে খবর, শনিবার হস্টেলের ঘরে স্নেহা পড়ে গিয়েছে বলে জানতে পারেন তাঁরা। মুখ থেকে গ্যাঁজলা বের হতে থাকায় মেডিক্যাল কলেজের আইসিসিইউতে ভর্তি করা হয়। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর বাড়ি হুগলির শ্যমপুরে। রহস্যমৃত্যুর খবরে এলাকায় নেমেছে শোকের ছায়া।