কলকাতা : বকেয়া ডিএ-র (Dearness Allowance) দাবিতে মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক। মঙ্গলবার ২ ঘণ্টার কর্মবিরতির (Strike) ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। সরকারি এক কর্মী বলেন, "সরকারের সঙ্গে অসহযোগিতা। তার প্রথম ধাপ হিসাবে আমরা ঠিক করেছি, নির্বাচন কমিশন থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) জন্য ভোটকর্মীদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেটায় কোনও তথ্য সরকারি কর্মচারী বা শিক্ষকরা দেবেন না। সরকারি দফতরগুলিতে আমাদের অতিরিক্ত বোঝা নিয়ে কাজ করতে হয়, সাতটা-আটটা পর্যন্ত কাজ করতে হয়। সেসব কাজ এবার থেকে বন্ধ হবে। ৫ তারিখ এই ময়দানে বড় জমায়েত করা হবে। সেখানে ছাত্র-যুবরা যেমন আসবে, চাকরিপ্রার্থী এবং যাঁরা চাকরি করছেন, তাঁরা জমায়েত হবেন।" 


প্রসঙ্গত, এক মাস হয়ে গেল ! বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। রবিবার ১৭ দিনে পড়েছে তাঁদের অনশন কর্মসূচি। 


মার্চ মাস থেকে বেতনের সঙ্গে ৩ শতাংশ হারে DA মিলবে। রাজ্য বাজেটে ঘোষণার পর শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। কিন্তু, রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরেও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক এখন ৩২ শতাংশ। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। অবস্থান-বিক্ষোভ, অনশন, টানা ২ দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর আগামী ১০ মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। পাশাপাশি, গতকাল ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 


পাশে বিরোধী রাজনৈতিক দল-


এদিন শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্নামঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ধর্মঘটে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন তিনি। ধর্নামঞ্চে একটি নাটক মঞ্চস্থ করেন আন্দোলনকারীরা। যেখানে দেখানো হয়, লটারি প্রাপকরা রাজ্যের কল্যাণে টাকা দান করছেন।


এদিকে সংগ্রামী যৌথমঞ্চের সমর্থনে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপিপন্থী সরকারি কর্মচারী পরিষদ। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা আগামী ১০ ই মার্চের ধর্মঘটকে সমর্থন জানাবে তারা।


জরুরি পরিষেবা জারি রেখে আগামী মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। 


আরও পড়ুন ; ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি, বকেয়া DA'র দাবিতে আন্দোলনে অনড়