রুমা পাল, সাঁতরাগাছি : সাঁতরাগাছির (Santragachi) যানজট এড়াতে আরও একটি সার্ভিস লেন। কোনা এক্সপ্রেসওয়ের (Kona Expressway) গরফায় চালু হচ্ছে আরও একটি সার্ভিস লেন (Service Lane)। যানজট কমাতেই চালু হবে সার্ভিস লেন, রেল লাইনের নিচে আন্ডারপাস। কোনা এক্সপ্রেসওয়েতে গরফায় ডবল লেন হচ্ছে ফোর লেন।
চলতি মাসেই সার্ভিস লেনের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। এজন্য খরচ হয়েছে ৪১ কোটি ৪২ লক্ষ টাকা। প্রশাসন সূত্রের খবর, এক্ষেত্রে কেন্দ্রের সাহায্য মেলেনি। পুরো টাকাই খরচ করেছে রাজ্য সরকার। এমাসেই এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন (Chief Minister May Inaugurate)।
বড়দিনের আগেই আসে সুখবর। এক মাসেরও বেশি সময় পর গত ২৩ ডিসেম্বর খুলে যায় সাঁতরাগাছি ব্রিজ (Santragachhi Bridge)। শুরু হয়ে যায় স্বাভাবিক যান চলাচল। হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয়েছিল যান নিয়ন্ত্রণ। যার জেরে প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা।
যানজটে আটকে অ্যাম্বুল্যান্স, গাড়ির লম্বা লাইন, বাসের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মেরামতির জন্য় সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে, চরম হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা। সেই ছবিটাই বদলে যায়। এক মাসেরও বেশি সময় পর অবশেষে খুলে যায় সাঁতরাগাছি ব্রিজ।
হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ। প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করত এই সেতু দিয়ে। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয় যান নিয়ন্ত্রণ। যার জেরে সকাল থেকে রাত, কোন এক্সপ্রেসওয়ে ও সংলগ্ন এলাকায় প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা।
প্রথমে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিজ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দুর্ভোগ কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ঠিক হয়, বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ। পূর্তমন্ত্রী পুলক রায় জানান, ২৩ ডিসেম্বর খুলে দেওয়া হচ্ছে এই সেতু। সেইমতো খুলে দেওয়া হয় সেতু।
আরও পড়ুন ; অবশেষে ভোগান্তির অবসান, আজ থেকে খুলল সাঁতরাগাছি ব্রিজ