সমীরণ পাল, বারাসাত : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। সিপিএমের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা (TMC Leader)। বারাসাতে (Barasat) প্রতিবাদ সভা থেকে তৃণমূল নেতা মাফুজার রহমান হুঙ্কার দিয়ে বলেন, 'বিডিও অফিসে টেবিল চাপড়ে নিজের অধিকার বুঝে নিন'। বিডিও অফিসের সামনে দাঁড়িয়েই শাসক নেতার এই হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।


বারাসাত সংসদীয় জেলার কিষান ও খেতমজুর সংগঠনের সভাপতি মাফুজার রহমান। গতকাল ছোট চাকুলিয়ায় বারাসাত ১ নম্বর বিডিও অফিসের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তিনি। সেই সভামঞ্চ থেকে সিপিএমের জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেব বলে হুঙ্কার ছাড়েন তিনি।


এর পাশাপাশি তিনি গ্রামবাসীর উদ্দেশে বলেন, কোনও অফিসার যদি আপনাদের বিরুদ্ধে কিছু করেন বা আপনাদের সঙ্গে অসৎ আচরণ করেন, আপনারা সাধারণ মানুষ আসবেন আর বিডিও যদি আপনাদের কথা শুনতে না চান বা শুনতে অনীহা প্রকাশ করেন, কোনও কথা শুনবেন না। আপনাদের অধিকার টেবিল চাপড়ে আদায় করে নেবেন। টেবিল চাপড়ে বিডিওকে বলবেন।


কী বলছে সিপিএম ?


তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএমে তরফে স্পষ্ট বলা হয়েছে, তারা যখন ক্ষমতায় ছিল, বারাসাত ১ নম্বর ব্লকে কখনোই মাফুজার রহমান বা তাদের কোনও নেতার ওপর আক্রমণ করেনি। অহেতুক এই ধরনের মন্তব্য করে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এক সিপিএম নেতা বলেন, সাধারণ মানুষের ওপর তৃণমূল কংগ্রেস যে স্টিম রোলার চালাচ্ছে, তার অবসান ঘটবেই। গণতান্ত্রিক পদ্ধতি বজায় রাখা হচ্ছে না। মাফুজার রহমান বলতে পারবেন যে আজ পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে ? বিরোধীরা কোনও কর্মসূচি গ্রহণ করলে বাধা দেওয়া হয়। বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। ৩৪ বছরের জুজু যারা এখানে খাড়া করে।


 এদিকে পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূলের তরফে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, এধরনের কথা বলাটা শোভনীয় নয়। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। রাজনীতির ময়দানে লড়াই হবে। তাতে দেখা যাবে কার কতটা শক্তি। আমার ধারণা, হয়তো বক্তৃতার উত্তেজনায় এটা বলে ফেলেছেন। কিন্তু, এটা শোভনীয় নয়। টেবিল চাপড়ে অধিকার আদায় করা যায় না। অধিকার আদায় করতে হয় আন্দোলনের মাধ্যমে। সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে করতে হবে।"


আরও পড়ুন ; ডিজে বাজানোর প্রতিবাদ, মোথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ! আটক ১