রঞ্জিৎ সাউ, কলকাতা: ফের সল্টলেক (saltlake) সেক্টর ফাইভে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম নেহাল আহমেদ। তাঁর বয়স ২৫ বছর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। পুলিশ সূত্রের খবর, কেটিএম (ktm) বাইক নিয়ে বেপোরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন সেই যুবক। তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারে সে। ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 


গতকালই শহরের বুকে একটি পথ দুর্ঘটনা ঘটেছিল। ফুলবাগানে (Phoolbagan) বিচারকের গাড়ির ধাক্কায় (Car Accident) আহত হয়েছিলেন এক মহিলা-সহ তিন পথচারী। একজনের পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। বিচারকের গাড়ির চালককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ (Phoolbagan Police Station)। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনে দুর্ঘটনা ঘটে।


নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বিচারকের গাড়িচালক। মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারক।


অন্যদিকে, গতকালই আরও একটি পথ দুর্ঘটনায় বিকল পুলিশ জিপে লরির ধাক্কায় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। গতকাল সকাল ছ-টা নাগাদ ঘটনাটি ঘটে রানিগঞ্জ থানার দু-নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ে। পুলিশসূত্রে খবর মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অভিজিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকাল ছ-টা নাগাদ হঠাৎই পুলিশ জিপটি বিকল হয়ে যায়। জিপটিতে মেরামতির কাজ করছিল গাড়ির চালক। পাশেই দাঁড়িয়েছিল অভিজিৎ। সেই সময়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে জিপটিতে ধাক্কা মারে। আর তাতেই গুরুতর জখম হন সিভিক ভলেন্টায়ার অভিজিৎ। আশঙ্কাজনক অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। লরিটিকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুনঃ করোনার মোকাবিলায় দুর্গাপুরে একাধিক কনটেনমেন্ট জোনের ঘোষণা, জারি একাধিক বিধিনিষেধ