নয়াদিল্লি: দেশের করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতি নিয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক, কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, ক্যাবিনেট মুখ্যসচিব রাজীব গউবা, স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ও আইসিএমআরের ডিরেক্টর জেনারেল উপস্থিত থাকবেন এই বৈঠকে।


এদিন বিকেল সাড়ে চারটেয় এই বৈঠক হবে বলে জানা গেছে। বৈঠকে গত কয়েকদিনে যে রাজ্যগুলিতে করোনা ও ওমিক্রন আক্রান্তর সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে, সেই রাজ্যগুলির মতো বিশেষ নজর দেবেন বলে খবর।


উল্লেখ্য, ভারতে গত একদিনে দৈনিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৫২। সবমিলিয়ে দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩,৬২৫। দেশের ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এছাড়াও দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গিয়েছে কার্যত সুনামিতে। দৈনিক আক্রান্তের সংখ্যা দেড়লক্ষের বেশি। এমনই পরিস্থিতির মধ্যে এদিন প্রধানমন্ত্রীর এই বৈঠক।


দেশে মোট ওমিক্রন আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত ১,৪০৯ জন হয় দেশ থেকে অন্যত্র চলে গিয়েছেন বা সেরে উঠেছেন। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি ১,০০৯। এরপরেই রয়েছে দিল্লি। সেখানে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৫১৩। এছাড়াও কর্ণাটকে ৪৪১, রাজস্থানে ৩৭৩, কেরলে ৩৩৩ ও গুজরাতে ২০৪ ওমিক্রন আক্রান্তর হদিশ মিলেছে।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৫।  দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২২৪ দিনের মধ্যে সর্বোচ্চ। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৫,৯০,৬১১, যা ১৯৭ দিনের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২৯ মে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা হয়েছিল ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩।