কলকাতা : আবাস যোজনা-সহ (Awas Yojana) পঞ্চায়েত দফতরের (Panchayat Department) কাজ খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠন করা হল। ৯ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল পঞ্চায়েত দফতর। পঞ্চায়েত সচিবের (Panchayat Secretary) নেতৃত্বে ৯ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তারা কেন্দ্রীয় প্রকল্পের কাজ ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে।
দুর্নীতি ঠেকাতে তৎপর রাজ্য-
পঞ্চায়েতে দুর্নীতি ও প্রকল্পের নাম বদলের অভিযোগে দীর্ঘ ৮ মাস বাংলাকে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র বরাদ্দ টাকা পাঠায়নি কেন্দ্র। সম্প্রতি শর্ত সাপেক্ষে তা ফের চালু করেছে মোদি সরকার। কেন্দ্রের বরাদ্দ টাকা নয়ছয় এবং নীচু স্তরে পঞ্চায়েতে আবাস যোজনার দুর্নীতি ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকারও।
পঞ্চায়েত ভোটের মুখে, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র বাস্তবায়নে তত্ত্বাবধায়ক হিসাবে আমলাদের নিযুক্ত করে রাজ্য। সোমবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, ২২ জেলার জন্য ২১ জন IAS ও WBSC অফিসারদের নামের তালিকা প্রকাশ করে। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয় - বাড়ি বাড়ি ঘুরতে হবে। সেই সঙ্গে জব কার্ড ম্যাপিং, গ্রামসভার বৈঠক ডাকা এবং আবাস যোজনার ওয়েটিং লিস্ট তৈরি করতে হবে। তবে সব কিছুর আগে, দ্রুত বাড়ি বাড়ি পরিদর্শন শুরুর করার উপর জোর দেওয়া হয়েছে।
যদিও বিজেপি দাবি তুলেছে, আমলাদের ফোন নম্বর প্রকাশ্যে ঘোষণা করা হোক। যাতে উপভোক্তারা তাঁদের অভাব অভিযোগ জানাতে পারেন। এপ্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমলাদের দিলে হবে না। তাঁদের নম্বর পাবলিক ডোমেনে জানাও, মানুষ যোগাযোগ করবে।
এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সারা বাংলায় যত লোকের বাড়িতে পাঁচিল আছে তার মানে কি সব বাড়িতে চুরি হয়েছে বলে পাচিল দিয়েছে। কিন্তু এক্ষেত্রে যদি মনিটরিংটা করা হয় তাহলে অভিযোগের অবকাশটা কমে যায়। যে কারণে পাঁচিল দায় চুরির সম্ভাবনা কমাতে। সরকার স্বচ্ছতা রাখতে একটা মনিটরিং এর ব্যবস্থা করে সেটা ইতিবাচক।
শনিবার কাঁথিতে সভা করার আগে, মারিশদার গ্রামে পৌঁছে গেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে, আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ জানান এক গ্রামবাসী।
গ্রামে কাজ না হওয়ায়, স্থানীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মতো ইস্তফাও দেন তিনজন।
আবাস যোজনার প্রকল্প থেকে বঞ্চিত থাকার অভিযোগে, সোমবার বিভিন্ন জেলায় পথে নামেন উপভোক্তারা ও বিজেপি। আবাস যোজনায় ‘বঞ্চিত’দের নিয়ে বিজেপির পথ অবরোধে আজ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বাঁকুড়ায়। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বাঁকুড়ার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের বাধা সরিয়ে বিডিও অফিসে ঢুকে চলে বিক্ষোভ।
আরও পড়ুন ; প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কাটমানি নিয়েছেন তৃণমূল সদস্যা! বীরভূমে বড় অভিযোগ