কলকাতা: টলিউড অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) এবং তাঁর অভিনেত্রী স্ত্রী নবনীতা দাস (Nabanita Das) খবরের শিরোনামে। গতকালই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। অন্য একটি গাড়ি তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে। কিন্তু যখন তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাতে যান, তখন পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। নিমতায় তাঁদের সঙ্গে এই ঘটনা ঘটে। এফআইআর দায়ের করতে চাইলেও তা নিতে অস্বীকার করে পুলিশ। তারকা দম্পতির অভিযোগ এমনটাই। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করে গোটা ঘটনাটা জানান নবনীতা। আজ ফের তিনি নেট দুনিয়ায় একাধিক ভিডিও পোস্ট করেছেন। যেখানে কীভাবে তাঁদের হেনস্থা করা হয়, মৃত্যুর হুমকি দেওয়া হয়, সমস্ত ঘটনাটা তুলে ধরেছেন।


জিতু - নবনীতাকে মৃত্যুর হুমকি-


এদিন টলিউড অভিনেত্রী নবনীতা দাস তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক ভিডিও পোস্ট করেছেন। প্রথম একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'খুব বড় শিক্ষা পেলাম আজ। সেলিব্রিটি বা চেনা মুখ এই সকল তকমাতে বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম পরশুরামবাবুর কাছে। দারুণ ভয় পাওয়ালেন স্যর। পরশুরামবাবু আপনিই শ্রেষ্ঠ, আপনি পুলিশ।' (অপরিবর্তিত)। এরপরই আরও দুটি পোস্ট করেন নবনীতা। একটি পোস্টে তিনি অভিযুক্তদের চেহারা সামনে এনেছেন। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁকে বলা হচ্ছে, 'রাস্তায় ডেথ করে দেব'। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কীভাবে নিমতা ASI পরশুরামবাবু দায়িত্ব পালন করছেন। বাহ! আপনিই জিতলেন স্যর। আমি আর প্রতিবাদ করব না স্যর।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে সেই পোস্ট করেন নবনীতা।


">


আরও পড়ুন - Projapati: বেনারস এবং কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে শ্যুটিং 'প্রজাপতি'র গানের, ঝলক দেখালেন দেব


প্রসঙ্গত, টলিউড অভিনেতা জিতু কমল এবং তাঁর স্ত্রী নবনীতা দাসকে হেনস্থা করার অভিযোগে আরও ২জনকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। অন্যদিকে, নিমতা থানায় অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ির চালকের বিরুদ্ধে গালিগালাজ, মারধর, গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছেন পিকআপ ভ্যানের চালক।


">


">


প্রসঙ্গত, নবনীতা দাসের অভিযোগ, তাঁদের গাড়িকে ধাক্কা মারার পরে তাঁরা এফআইআর করতে থানায় আসেন। কিন্তু দীর্ঘক্ষণ সেখানে বসিয়ে রাখা হয়। এফআইআর নিতে অস্বীকার করা হয় বলেও অভিযোগ। অসুস্থ ছিলেন অভিনেত্রী। ব্লাড টেস্ট করে ফিরছিলেন তিনি। এরপরে অভিনেত্রীর অভিযোগ, যে গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে, তারাও উপস্থিত ছিলেন ওই থানা চত্বরে। পুলিশের সামনেই অভিযুক্ত গাড়ির চালক ও সহকারীরা অভিনেতা অভিনেত্রীকে হুমকি দেন বলে অভিযোগ। এরপরেই থানার ভিতরে গিয়ে বসেন অভিনেত্রী। ফেসবুক লাইভ করেন সেখান থেকেই। আরও অভিযোগ, পুলিশের সামনে অভিযুক্ত গাড়ির চালক ও সহকারীরা খুনের হুমকি দিলেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।