ঊজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষ, কলকাতা: বিধানসভা ভোটের সময়, ব্যাপক জনপ্রিয় হয় বামেদের 'টুম্পা সোনা' (Tumpa Shona) গানটি। এবার পরেশ অধিকারীকে (Paresh Adhikary) নিয়েও গান বাঁধল তারা। মুহূর্তেই ভাইরাল সেই প্যারোডি (Parody)।


ভাইরাল বামেদের প্যারোডি


'চাকরি মেয়েকে দিল, ভালোই কামালো টাকা, মাঝপথে ধুকুপুকু, পরেশ তো ফেঁসে গেছে...'। 


প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরিতে ঢোকানোর অভিযোগে বিপাকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। এবার পরেশ অধিকারীকে নিয়ে প্যারোডি তৈরি করল বামেরা। চাকরি-দুর্নীতির অভিযোগ থেকে মেয়েকে নিয়ে বর্ধমান স্টেশনে নেমে পড়া, গানে উঠে এসেছে পরেশ অধিকারীর গত দু’দিনের ঘটনাক্রম। 


'তবু ডাকে মিহিদানা সীতাভোগ গোপনে, ট্রেন যেই থেমে গেছে, পরেশ তো নেমে গেছে...'। 


CBI-এর সামনে হাজির হতে মঙ্গলবার সন্ধেয় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতায় আসার জন্য পদাতিক এক্সপ্রেসে ওঠেন শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়ে। কিন্তু, মাঝপথে উধাও হয়ে যান তাঁরা। 


বর্ধমান স্টেশনের CCTV-তে দেখা যায়, মেয়েকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন পরেশ অধিকারী। শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়ের অন্তরালে থাকা নিয়ে অভিনব প্রচার অভিযানে নামে SFI। 


রাজ্যের বিভিন্ন প্রান্তে, শিক্ষা প্রতিমন্ত্রীকে খোঁজার জন্য, পোস্টার ও টর্চ নিয়ে রাস্তায় নামেন এসএফআইয়ের সদস্যরা। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছেই তাঁরা পথচারীদের জিজ্ঞেস করেন, তাঁরা শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখেছেন কিনা।


আর এবার বামেদের হাতিয়ার প্যারোডি। 'রাত জাগে রাজপথে... চাকরির দাবি নিয়ে... তাঁরা লড়ছে বলে, পরেশটা ফেঁসে গেছে।'


'চতুষ্কোণ' সিনেমার জনপ্রিয় গান, ‘বসন্ত এসে গেছে’র আদলে সঙ্গীত আয়োজন ও কণ্ঠ নীলাব্জ নিয়োগীর। গানের কথা রাহুল পালের। ভোটমুখী বঙ্গে যাঁরা লিখেছিলেন 'টুম্পা সোনা' প্যারডি। বামেদের ব্রিগেড অভিযানের থিম সং হয়ে উঠেছিল জনপ্রিয় যে গান। 


 



গানের রচয়িতা রাহুল পালের কথায়, 'আমি লিখতে ভয় পাইনা। অনেক গান লিখি। এই ধরনের গান মানুষের কাছে দ্রুত পৌঁছয়।'


পরেশ অধিকারীকে নিয়ে তৈরি এই প্যারডি শেয়ার করেছেন SFI-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর। DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'যন্ত্রণাটা প্রতিফলিত হয়েছে সাদা পাতায়। গানের মাধ্যমে।'


আরও পড়ুন: Kolkata News: সাঁতার জানা সত্ত্বেও ডুবে মৃত্যু! কেন ছিল না ফলো বোট, রোয়িং ক্লাবের ঘটনায় একাধিক প্রশ্ন


তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র তাপস রায় বলেন, 'সিপিএমের কোনও কাজ নেই। তাই এসব করেছে। কাজ না থাকলে যা হয় আর কী।'


রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'গান নিয়ে তরজা চলছে। তারমধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে পরেশ-প্যারোডি।'