ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: লেক গার্ডেন্সে (Lake Gardens) ভেঙে পড়ল বাড়ির একাংশ। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে পড়ল বাড়ির একাংশ। ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির চালক।


দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল এই বাড়িটি। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতিতে ছিল বাড়িটি। এখন বর্ষাকাল, টানা বৃষ্টি চলছে। ফলে আরও দুর্বল হয়ে যেতে পারে বাড়িটি। এদিন হঠাৎ সকালে ভেঙে পড়ে বাড়ি উপরে অংশ। বড় বড় ইটের চাই ভেঙে পড়ে। সেই সময় বাড়িটির নীচেই দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। সেই গাড়ির ছাদে পড়ে ইটের টুকরো এবং চাঙড়। সেই অভিঘাতে ভেঙে যায় গাড়ির কাচ। গাড়ির উপরের ছাদ বেঁকে যায়। ভেঙেচুরে যায় গাড়িটি। সেই সময় গাড়ির ভিতরেই ছিলেন চালক। আচমকা এমন ঘটনায় কার্যত হকচকিয়ে যান তিনি। কোনওমতে গাড়ি থেকে বেরিয়ে আসেন আতঙ্কিত চালক পীযূষ মণ্ডল। তাঁকে ধরে বসান স্থানীয়রা। চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। যেখানে বাড়িটি রয়েছে তার পাশেই রয়েছে একটি স্কুলও। ওই জায়গায় অনেকসময়েই পড়ুয়া এবং অভিভাবকরা দাঁড়িয়ে থাকেন। সেরকম ভিড় থাকার সময় বাড়ির অংশ ভেঙে পড়লে কী হত তা ভেবেই আতঙ্কিত গোটা এলাকায় বাসিন্দারা। 


ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আসেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। তিনি জানান, বাড়িটি যে বিপজ্জনক তা ঘোষিত। নোটিশ দিয়ে জানানোও হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দফতরের তরফে এখনও ভাঙা হয়নি। মৌসুমী দাস জানান, বাড়ির মালিক বিদেশে থাকে। এটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপও হয়েছে। বাড়িটি ভাঙতে হবে, অন্তত দোতলাটি ভাঙতে হবে বলে জানান তিনি। কাউন্সিলর বলেন, 'কলকাতায় বহু বাড়ি বিপজ্জনক বাড়ি রয়েছে। সেগুলো ব্যবস্থা নেওয়া হয়। কাউন্সিলররা তো ভাঙতে পারি না। পুরসভা থেকে ভাঙা হয় বাড়ি।' তাঁর তরফ থেকে রিপোর্ট করা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।  


আরও পড়ুন: আজ কোথায় দাঁড়িয়ে সোনার দর? রূপার দরে কত ওঠানামা?