কলকাতা: কদিন আগেই বউবাজারে বাড়িতে ফাটল ঘিরে আতঙ্কে রয়েছেন আবাসিকরা। এবার বড়বাজারে (burrabazar) ধস নামল রাস্তায়। ব্রেবোর্ন রোডের কাছে ধস। বড়বাজারে নন্দরাম মার্কেটের (Nandaram market) কাছে নেতাজি সুভাষ রোডের উপর ধস নেমেছে।
হঠাৎ ধস:
রাস্তার একটি বড় অংশ ঘিরে ধস নেমেছে। সকালে রাস্তায় ধস দেখেই আতঙ্ক দেখা যায় এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় পুর কর্তৃপক্ষকে (KMC)। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন পুরসভার ইঞ্জিনিয়ার ও বড়বাজার থানার পুলিশ। দ্রুত শুরু হয়েছে কাজ। খবর পাওয়ার পরেই দ্রুত এলাকায় পাঠানো হয় জেসিবি।
ভেঙেছে জলের পাইপলাইন:
ধসের জায়গাটি জেসিবি দিয়ে ভেঙে দেখা যায়, সেখানে রাস্তার নীচে থাকা জলের পাইপলাইন (Water Pipeline) ভেঙেছে। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল? এখনও উত্তর মেলেনি।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছন ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর মহেশ শর্মা। তিনি বলেন, 'এখানে রাস্তা কাজ ঠিকমতো হয়নি। পিচের পর পিচ হয়েছে। জলের পাইপ লাইন ফেটে গিয়েছে। মেয়রকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব ঠিক করা হবে।'
বউবাজার নিয়ে এখনও আতঙ্ক:
বউবাজারে পরিস্থিতি পর্যালোচনা করতে মুখোমুখি মেট্রো ও পুর কর্তৃপক্ষ। গতকালই পুরসভার (KMC) বিল্ডিং বিভাগের আধিকারিকরা ফাটল ধরা বাড়িগুলি পরিদর্শন করেন। আশপাশের বাড়িগুলির অবস্থাও খতিয়ে দেখেন তাঁরা। ফাটল ধরা বাড়িগুলির কী অবস্থা? পুরোপুরি ভেঙে ফেলতে হবে, নাকি, সংস্কার করে বাসিন্দারা বসবাস করতে পারবেন, সে বিষয়ে রিপোর্টের পরেই সিদ্ধান্ত। যাঁরা গৃহহীন হয়েছেন তাঁদের ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়। আজকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকদের বৈঠক। কেএমআরসিএলের কাজ যেখানে চলছে সেখানে আজ থেকে দুই বছর আগের স্মৃতি এখনও টাটকা।
আরও পড়ুন: টানেলে জল ঢুকে বিপদ? ঠিক কী কারণে বারবার বিপত্তি?