ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge), কলকাতার (Kolkata) অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, যোগাযোগ ব্যবস্থা। ব্যস্ত এই রাস্তার কয়েকমাস আগেই স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। এবার, দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিল হুগলি রিভারব্রিজ কমিশন। 


সূত্রের খবর, নভেম্বরের শুরু থেকে কাজ শুরু হয়ে চলবে ৬ মাস। ততদিন, ৬ লেনের রাস্তা থাকলেও, ২টি লেন দিয়ে চলতে পারবে ছোট গাড়ি। ১৯৯২ সালে চালু হওয়া, ৮২৩ মিটার দীর্ঘ-এই সেতুর একটা বড় অংশ বন্ধ রাখা হলে, ট্রাফিক পরিষেবার উপর প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। 


হুগলি রিভারব্রিজ কমিশন ঠিক করেছে নভেম্বরের শুরুতে দ্বিতীয় হুগলি সেতুর রোপ বদল হবে। এটা নভেম্বর থেকে শুরু হয়ে ৬ মাস চলবে। -                      


তবে এর বিকল্প হিসেবে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোড , বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ও বিটি রোড এগুলি বড় গাড়ির চলাচল হবে বলে জানান হয়েছে। বিটি রোডে ডানলপমুখী রাস্তার কাজ চলছে ফলে এর জেরে বিটিরোডে জ্যাম, আরও যানজটের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজো শেষ হওয়ার পরও পরবর্তী ৬ মাস যান চলাচল নিয়ন্ত্রিত হলে যানজটের আশঙ্কা থাকছে। 


আরও পড়ুন, 'প্রয়োজনে আমাদের বেতনের টাকা দিয়ে আড়াই হাজার জব কার্ড হোল্ডারকে টাকা দেব', ঘোষণা অভিষেকের


কিছুদিন আগেই দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারপরই HRBC তরফে এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে। লালবাজার সূত্রে খবর, শনিবার রাত ১২টা থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু।


ওই দু'দিন রাতে সেতু দিয়ে কোনও যান চলাচল করবে না।