তিরুঅনন্তপুরম: গুয়াহাটি থেকে তিরুঅনন্তপুরম এসেও বদলাল না ভাগ্য। ভারতের (Indian Cricket Team) প্রথম প্রস্তুতি ম্যাচের মতো ভেস্তে গেল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও। তিরুঅনন্তপুরমেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) ম্যাচে একটি বলও মাঠে গড়াল না। 


তিরুঅনন্তপুরমে আজ প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমতোই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। মাঝে কিছুটা সময় বৃষ্টি থেমেছিল বটে। সরছিল কভার। এই ছবি দেখে ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যে অবশেষে হয়তো ম্যাচ আয়োজিত হবে। তবে খেলা শুরু হওয়ার আগেই ফের ঝেপে বৃষ্টি আসে। তাই ম্যাচ খেলা আর সম্ভব হয়নি। ফলত ভারতীয় দলকে সরাসরি বিশ্বকাপেই খেলতে দেখা যাবে। চেন্নাইয়ে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুর করবে টিম ইন্ডিয়া।


 






 


অবশ্য ভারতের দুই প্রস্তুতি ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গেলেও টিম ইন্ডিয়ার তাককাদের কিন্তু ম্যাচ প্র্যাক্টিসের অভাব হওয়ার কথা নয়। দিনকয়েক আগেই এশিয়া কাপ জিতে দেশে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটররা। তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেন কেএল রাহুল, রোহিত শর্মারা। সেই সিরিজেও ২-১ জয় পায় টিম ইন্ডিয়া। তাই দুই প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেলেও, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কিন্তু ম্যাচ প্র্যাক্টিসের মধ্যেই রয়েছেন।  


তবে এই ম্যাচ খেলা না হলেও, আরেক ভারতীয় দল এশিয়ান গেমসে কিন্তু নেপালের বিরুদ্ধে জয় পেল। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দুরন্ত শতরান। রিঙ্কু সিংহের দাপুটে ব্যাটিংয়ের পর আবেশ খান ও রবি বিষ্ণোইদের দুরন্ত বোলিং। সবমিলিয়ে এশিয়ান গেমসে নেপালকে ২৩ রানে হারিয়ে অভিযান শুরু করল ভারত। যে ম্যাচে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। 


৪৯ বলে ৮ টি চার ও ৭ টি ছয় হাঁকিয়ে ১০০ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী।১৫ বলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। নির্ধারিত ২০ ওভারের শেষে ৪ উইকেটে ২০২ রান খাড়া করে ভারত।  আবেশ খান ও স্পিনার রবি বিষ্ণোইয়ের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১৭৯ রানে থেমে যায় নেপালের ইনিংস। আবেশ ও রবি দু'জনেই ৩ টি করে উইকেট নিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ক্রিকেট দলে চমক, বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন নতুন মেন্টর