নয়া দিল্লি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে জারি তৃণমূলের (TMC) বিক্ষোভ। আর সেই বিক্ষোভ মঞ্চ থেকেই এদিন বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কেন্দ্র টাকা না দিলে জব কার্ড হোল্ডারদের টাকা দেবে তৃণমূল (TMC), প্রয়োজনে নিজেদের বেতন থেকে টাকা কেটে সেই টাকা দেওয়া হবে, এ ঘোষণাও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
১০০ দিনের টাকা থেকে জব হোল্ডারদের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগের প্রেক্ষিতে এদিন অভিষেক বলেন, 'তৃণমূলের ৭০ হাজারের মতো জনপ্রতিনিধি রয়েছে। প্রয়োজনে আমরা আমাদের বেতনের টাকা দিয়ে আড়াই হাজার জব কার্ড হোল্ডারকে টাকা দেব। দু'মাসের মধ্যে আড়াই হাজার জব কার্ড হোল্ডারকে আমরা আমাদের বেতন থেকে টাকা দেব'।
তিনি এও বলেন, 'বাংলার ২০ লাখ মানুষ তাঁরা ২ বছর আগে কাজ করে বসে রয়েছেন তাঁদের টাকা আপনারা আটকে রেখেছেন হ্যাঁ কি না? যদি কাউকে কাজ করিয়ে তাঁর বেতন মজুরি দেওয়া না হয় তাকে কী বলে? টাকা আটকে রেখে সাড়ে ৮ হাজার কোটি টাকার বিমানে চড়বেন? বাসভবন বানাবেন প্রধানমন্ত্রী?'
রাজধানীর মাটিতে দাঁড়িয়ে রীতিমতো চ্যালেঞ্জের সুরে অভিষেক এদিন বলেন, 'কলকাতায় গিয়ে দলের তরফে রাজ্য সরকারকে চিঠি লিখব। এদের টাকা যাতে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া যায়। এঁর ফলে যদি রাজ্য সরকারের উপরে যদি চাপ সৃষ্টি হয়। আমরা সাংসদ-বিধায়করা রয়েছি। আমরা দরকার হলে আমাদের এক মাসের বেতন দিয়ে ২৫০০ জনের টাকা ৩০ নভেম্বরের মধ্যে আপনাদের টাকা আপনাদের কাছে পৌঁছে দেব।'
আর কী কী বলেছেন অভিষেক?
- 'বাংলার মানুষের টাকা আটকে সাড়ে ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনেছেন নরেন্দ্র মোদি'
- 'বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র'
- '২ বছরে বাংলাকে আবাস ও ১০০ দিনের কাজের এক পয়সাও দেয়নি কেন্দ্র'
- 'যদি কেউ বলেন, এই ২ বছরে বাংলাকে টাকা দিয়েছে কেন্দ্র, তাহলে হিসাব দিন'
- 'হিসাব দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব'
- 'অনুরাগ ঠাকুরকে দিয়ে রবীন্দ্র ঠাকুরের মাটির লোককে আটকাবে?'
- 'দুর্নীতি হলে, কেন এফআইআর করেননি আপনাদের নেতারা'
- 'কত টাকার দুর্নীতি হয়েছে, কে করেছে বলুন'