কলকাতা: পাভলভ হাসপাতালে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিপুল টাকা গরমিলের অভিযোগ ওঠার পর এবার সেই হাসপাতালের সুপারকে বদলি করা হল।
বদলি পাভলভের সুপার:
পাভলভের সুপার গণেশ প্রসাদকে বদলি করা হয়েছে কোচবিহার যক্ষ্মা হাসপাতালে। তাঁর জায়গায় পাভলভ হাসপাতালের নতুন সুপার হয়েছেন মৃগাঙ্ক মৌলি কর।
কী কী অভিযোগ:
গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, পাভলভে মহিলা আবাসিকদের ২টি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে তাঁরা রয়েছেন। পাভলভের আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন, ঘা রয়েছে বলে স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ। নজরদারি ছাড়াই আবাসিকদের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাঁতে পাস হয়ে যায় বিল। দেখা গিয়েছে রোগীদের খাবারের পরিমাণ কম ও নিম্নমানের। ফলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয় রোগীদের, নেই কোনও ডায়েট কমিটি। আবাসিকদের পোশাকের জন্য বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হলেও ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। রোগীদের দেওয়া হয় না অন্তর্বাস।
তথৈবচ আউটডোর:
পাভলভ হাসপাতালের আউটডোরের অবস্থাও দুর্বিষহ। কোথাও জানলা ভাঙা, কোথাও শৌচাগার ব্যবহার করা যায় না। চিকিৎসা করার জন্য যে প্রাথমিক পরিকাঠামোর দরকার, সেটাও নেই পাভলভের আউটডোরে। সাধারণ চিকিৎসা সরঞ্জাম, ওষুধ নেই হাসপাতালে। স্বাস্থ্য দফতরের নজরদারি দলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এগুলি। এর জন্য লিখিত জবাব চেয়ে পাঠানো হয়েছিল পাভলভ হাসপাতালের সুপারের কাছ থেকে। এমন ঘটনার পর ওই সুপারকে স্বাস্থ্য ভবনেও তলব করা হয়েছিল। কলকাতার পুরনো এবং স্বনামধন্য সরকারি মানসিক হাসপাতালের এমন অবস্থা প্রকাশ্যে আসার পর, প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছিল প্রশাসনকে। তারপর এবারের বদলি সিদ্ধান্ত।
আরও পড়ুন: WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতা, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর