কলকাতা: WBCS-এর মতো এ বার WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতার ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কর্মদক্ষতার জন্যই বাংলাপ পুলিশ অফিসারদের এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী (West Bengal Police)। তাঁর মতে, কিছু ঘটলে, সবকিছুই পুলিশের উপর গিয়ে পড়ে। অথচ তাঁদের জন্য সে ভাবে কিছু ভাবা হয় না। তাই দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রথায় এ বার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।
WBPS অফিসারদের নিয়ে নয়া ঘোষণা
বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই WBPS অফিসারদের জন্য বাড়তি ভাতার ঘোষণা করেন তিনি। মমতা বলেন, "ওদের উপরই সবটা গিয়ে পড়ে। কিন্তু ওদের জন্য ভাবার কেউ নেই। তাই দীর্ঘদিন ধরে চলে আসা একটি বিষয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম।"
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ বার থেকে এসডিপিও পদাধিকারী মাসে ২ হাজার টাকা এবং অতিরিক্ত এসপি ২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। এতদিন উর্দির জন্য ২০০ টাকা বরাদ্দ ছিল, তা এ বার বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হল। নতুন করে আরও ২০০ জন WBCS এবং ২০০ জন WBPS অফিসার নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি WBCS-এর মতো WBPS-এর জন্যও ওয়েলফেয়ার সংগঠনের ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "WBCS-দের একটি ওয়েলফেয়ার সংগঠন রয়েছে। এতদিন WBPS-দের কোনও ওয়েলফেয়ার সংগঠন ছিল না। এ বার WBPS-দের জন্য ওয়েলফেয়ার ফোরামের ঘোষণা হচ্ছে।" এই ফোরামে ৬৩০জন WBPS অফিসার উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।
নবান্ন থেকে ঘোষণা মুখ্য়মন্ত্রীর
এ দিন মুখ্য়মন্ত্রী জানান, এক জন যদি তাড়াতাড়ি প্রোমোশন পান, তাহলে তাঁর আগ্রহও বাড়ে। এই ফোরাম দেখে দেশের অন্য রাজ্যও বাংলাকে অনুসরণ করবে বলে আশাবাদী মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "আগে রাজ্য পুলিশের হেড কোয়ার্টার ছিল না। আমি এসে তৈরি করেছি।" পুলিশের পদোন্নতিতে যেন কোনও দেরি না হয়, এ দিন সেই নির্দেশও দেন মুখ্য়মন্ত্রী।