আবীর দত্ত, কলকাতা: রুবি মোড়ে বাইক দুর্ঘটনা (Ruby Accident)। দুর্ঘটনার পরে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পথচারীরা (Local People)। গাফিলতির অভিযোগ পুলিশের (Police) বিরুদ্ধে।


রুবি মোড়ে দুর্ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ


এদিন রুবি মোড়ে বাইক দুর্ঘটনা ঘিরে বিক্ষোভ দেখানো হয়। রেকার ভ্যানকে ধরতে গিয়ে বাইকে ধাক্কা পুলিশের গাড়ির, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে অভিযোগ বিক্ষোভকারীদের।


এলাকায় উত্তেজনা। স্থানীয়দের জটলা, ক্ষোভ। তাঁদের অভিযোগ, বেপরোয়া গতিতে আসছিল একটি রেকার ভ্যান, তাকে ধরতে গিয়ে একটি বাইককে ধাক্কা মারে পুলিশের গাড়ি। তবে পুলিশের দাবি সিসিটিভি ক্যামেরায় তেমন কোনও ছবি পাননি তাঁরা। তবে ঘটনাস্থলেই দাঁড় করানো হয় বাইকটিকে। তার চালককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।


এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, 'পুলিশ এখানে হাত দেখাচ্ছিল গাড়ি ধরার জন্য। পিছন থেকে তখনই গাড়িটা আসছিল, জোর ব্রেক কষে, ছিটকে পড়ে যায়।' ঘটনাস্থলে হাজির হয় একাধিক পুলিশকর্মী। কী ঘটেছে, তাঁরা খতিয়ে দেখতে শুরু করেন। কোন পুলিশের গাড়ি ছিল, আদৌ সেটা পুলিশেরই গাড়ি কি না, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


দুর্ঘটনার কবলে পড়া বাইক সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, 'আহত যুবকের যেন ঠিক করে চিকিৎসা হয়। সেটাই সবচেয়ে আগে প্রয়োজন।' অপর এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, 'আমরা একটা সিগন্যাল ফেল করলে পরের সিগন্যালে আমাদের ধরে ফেলতে পারবেনই পুলিশ। পুরোটাই তো ওঁদের আয়ত্তে। সিগন্যাল ফেল করলে মনে হয় চুরি-ডাকাতি করে ফেলেছি। পুলিশের এমন ব্যবহারটা ঠিক নয়। আজকের ঘটনা একদম পুলিশের দোষেই ঘটেছে।' বারবারই একাধিক প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর কথা পুলিশের গাফিলতির অভিযোগ উঠে আসে। তবে পুলিশের দাবি, তাঁদের সিসিটিভি ফুটেজে কোনও টাটাসুমো বা গাড়ি দেখা যাচ্ছে না।


আরও পড়ুন: Mathurapur Fire: গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে খাক মথুরাপুরের বাজার


প্রসঙ্গত, দিন কয়েক আগে এক রবিবার ভোরে ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখতে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ।