ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) মন্তব্য় নিয়ে অবমাননাকর মিম (Memes) বানানোর অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার হলেন এক ইউটিউবার। তাঁর ওই মিম হিংসা ছড়াতে পারে বলে অভিযোগ দায়ের হয়েছিল থানায়। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। তাঁর মোবাইল ফোন এবং বেশ কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। 


মমতার মন্তব্য়ের মিম বানিয়ে গ্রেফতার যুবক


কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডাদমন শাখা জানিয়েছে, ধৃতের নাম তুহিন মণ্ডল। বাড়ি রানাঘাটের তাহেরপুরে। সেখানে তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়। তাতে মোবাইল-ফোন সহ তাঁর ব্যবহৃত একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। তারাতলা থানা ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে তাহেরপুরেই তাঁকে গ্রেফতার করা হয়। 


পুলিশ জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাগর দাস নামের ২২ বছর বয়সি এক যুবক। তাঁর অভিযোগ ছিল, ‘টিকটকের প্রচেত’, ‘টোটাল ফান বাংলা’, ‘রেয়া প্রিয়া’, ‘সাগরিকা বর্মন ভ্লগস’, ‘লাইফ ইন দুর্গাপুর’, ‘দ্য ফ্রেন্ট ক্যাম্পাস’ এবং ‘পূজা দাস ৯৮’-সমেত একাধিক ইউটিউব চ্যানেলে কিছু মিম বানিয়ে সম্প্রচার করা হচ্ছে। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য ব্যবহার করা হয়েছে অবমাননা এবং মর্যাদাহানিকর।  


আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের অফিসের সামনে থালা বাজিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ


এই ধরনের মিমকে ব্যবহার করে কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার বিভিন্ন অংশে দাঙ্গায় উস্কানি জোগাতে পারে, তা থেকে প্রাণহানি ঘটতে পারে এবং সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে বলেও লিখিত অভিযোগে জানান অভিযোগকারী ওই ব্যক্তি।


ওই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউটিউব চ্য়ানেল চালানো অভিযুক্তদের বিরুদ্ধে ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৫৩ (দাঙ্গায় উস্কানি), ৫০০ (মর্যাদাহানি) এবং ৫০৪ (শান্তিভঙ্গে ইন্ধন জোগানো) ধারায় মামলা দায়ের হয়।


মন্তব্য বিকৃত করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেন


উল্লেখ্য, দুর্গাপুজোয় চা-ঘুগনি বিক্রির পরামর্শ দেওয়ায় নিয়েও সম্প্রতি সমালোচনার মুখে পড়েন মমতা। সোশ্য়াল মিডিয়ায় সে বারও তীব্র প্রতিক্রিয়া ধরা পড়ে। বিজেপি নেতারা রাজভবনের সামনে গিয়ে মুড়ি, ঘুগনি বিক্রি করতে শুরু করে দেন। তা নিয়ে মমতা নিজেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ব্যক্তিগত মন্তব্য় বিকৃত করে দেখানো হয় বলে অভিযোগ করেন মমতা। তাঁকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সম্প্রতি ভিন্ রাজ্য থেকে গ্রেফতার হন রোদ্দুর রায়ও।