মুম্বই: সম্প্রতি 'নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস'-এর ('Nikita Roy and the Book of Darkness') শ্যুটিং শেষ করলেন সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha)। এই ছবিতে সোনাক্ষীর সঙ্গে দেখা যাবে অর্জুন রামপাল (Arjun Rampal), পরেশ রাওয়াল (Paresh Rawal) ও সুহেল নায়ারকে।
শ্যুটিং শেষ 'নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস' ছবির
'নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস' ছবির কাজ শেষ করলেন সোনাক্ষী সিন্হা। লন্ডনে ছবির শ্যুটিং শুরু হয় এবং ব্রিটিশ রাজধানী ও ব্রিটেনের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছবির কাজ চলেছে।
লন্ডনে ৪০ দিনের শ্যুটিং শিডিউল ছিল এই ছবির। তবে তারও আগে মাত্র ৩৫ দিনের রেকর্ড টাইমে ছবির কাজ শেষ করেছে গোটা টিম। মুম্বইয়ে ছবির একটি দু'দিনের শ্যুটিংও হয়েছে।
এই ছবি সম্পর্কে সোনাক্ষী সিন্হা বলেন, 'দুর্দান্ত শ্যুটিং করেছি এবং এটা আমার কাছে বিশেষ একটি কাজ কারণ আমি ভাইয়ের প্রথম ছবিতে অভিনয় করতে পারলাম। ছবির বাকি কলাকুশলীরা আমাকে আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত করে। পরেশ জির সঙ্গে এটা আমার প্রথম কাজ এবং ওঁর সঙ্গে এক পর্দায় অভিনয় করা সম্মানের। শ্যুটিংটা চ্যালেঞ্জিং ছিল তাই আরও বেশি মজা পেয়েছি। এই ইউনিটের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে।'
অর্জুনের কথায়, 'ছোট হলেও খুবই মনে রাখার মতো কাজ ছিল এটা। কুশ আমাকে যে চরিত্রটা দেয় সেটা সত্যিই খুব ইউনিক। একটা ক্যামিওয়ে এতগুলো অনুভূতি ফুটিয়ে তোলা চ্যালেঞ্জ ছিল কিন্তু আমার মনে হয় আমরা করতে পেরেছি সেটা। সোনাক্ষীর সঙ্গে প্রথমবার কাজ করলাম আর ও খুব রিল্যাক্সড এবং আমাদের রসায়নও খুব ভাল হয়েছিল।'
'নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস'-এর প্রযোজনার দায়িত্ব নিয়েছেন নিকি ও ভিকি ভাগনানি এবং অঙ্কুর তকরানি, ক্রাতোস এন্টারটেনমেন্ট, কিঞ্জল ঘোন ও দীনেশ গুপ্ত। ছবির পরিচালনায় কুশ এস. সিন্হা। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৩ সালে।