পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহা, কলকাতা : লালবাজারে ডেকে লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps And Bounds) সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলল পুলিশ। সূত্রের দাবি, তল্লাশির দিন লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ED-র অফিসাররা কী কী করেছিলেন ? তা জানতে চাওয়া হয়। এদিনই ফের চন্দনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)।


লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে যেদিন লালবাজারে ডেকে কথা বললেন কলকাতা পুলিশের (Kolkata Police) অফিসাররা, সেদিনই ফের চন্দনকে দ্বিতীয়বার তলব করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ২১ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ED। এরপরই, লিপস অ্য়ান্ড বাউন্ডসের তরফে লালবাজারে অভিযোগ করা হয়, তল্লাশি চলাকালীন 'লিপস অ্য়ান্ড বাউন্ডসের' কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে অফিসের কম্পিউটারে (Computer) ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেন ইডির অফিসাররা। যার সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই।


যে অফিসে তল্লাশি অভিযান চলছিল সেই সংস্থার কম্পিউটারে বসে মেয়ের হস্টেলের বিষয়ে খোঁজখবর করছিলেন এক ইডি আধিকারিক। কলকাতা পুলিশকে চিঠি দিয়ে এমনই ব্যখ্যা দেয় কেন্দ্রীয় এজেন্সি ইডি। যদিও, ই-মেলের (E-Mail) পর সশরীরে লালবাজারে (Lalbazar) গিয়ে কোনও ইডি আধিকারিককে কারণ ব্যখ্য়া করতে বলে, ইমেল করে কলকাতা পুলিশ। ED-ও জবাবে জানিয়ে দেয়, কোনও আধিকারিক লালবাজারে যাবেন না। যা জানানোর আগেই জানানো হয়েছে। সূত্রের খবর, নতুন মেলের সঙ্গে আগের ব্যখ্য়াও অ্যাটাচ করে দেওয়া হয়। 


এর মধ্যেই এদিন, লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে ডেকে কথা বলা হয়। সূত্রের দাবি, তল্লাশির দিন লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ED-র অফিসাররা কী কী করেছিলেন ? কতক্ষণ ধরে তল্লাশি চলেছিল ? কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল ? ED-র কত জন অফিসার ছিলেন ? যে ঘরে ওই কম্পিউটার ছিল, সেখানে সংস্থার কোনও কর্মী ছিলেন ? এই সব বিষয়গুলো চন্দন বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়।


কলকাতা পুলিশের তরফে এই মামলায় এখনও কোনও FIR রুজু করা হয়নি। গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ চলছে। চন্দন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, এদিন লিপস অ্যান্ড বাউন্ডসের এক কর্মীকেও লালবাজারে ডাকা হয়েছিল। কিন্তু, তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। সূত্রের দাবি, যে কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছিল, সেটিকে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। এসবের মধ্যেই, লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করল ED। চলতি সপ্তাহেই ফের তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 


ED সূত্রে দাবি, নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ম্যারাথন তল্লাশিতে প্রায় এক হাজার পাতার নথি এবং চন্দনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ওই নথিতে রয়েছে একাধিক লেনদেন সংক্রান্ত তথ্য। ৪-৫টি কোম্পানির কাছ থেকে কনসালটেন্সির নামে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে দাবি। এই সমস্ত নথি ধরে ধরে চন্দনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। শুধু চন্দন নয়, সূত্রের দাবি, হাইকোর্টে রিপোর্ট দেওয়ার জন্য, আগামী দিনে লিপস অ্যান্ড বাউন্ডসের অন্য কর্মী এবং অধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।


আরও পড়ুন- লোগো প্রকাশ থেকে বিজেপি বিরোধী লড়াইয়ে কৌশল আলোচনা, নজরে মুম্বইয়ের 'ইন্ডিয়া' বৈঠক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial