ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল এবার। ধর্মতলা চত্বরে একটি হোটেলের সামনে থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৫।
কী জানা গিয়েছে?
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের টার্গেট ছিল বেকার যুবকরা। জানা গিয়েছে, মোডাস অপারেন্ডি ছিল, উচ্চপদস্থ সেনা আধিকারিক পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতানো। গতকাল রাতে নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের কী পরিচয়?
ধৃতরা উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে সেনার পোশাক, ভুয়ো পরিচয়পত্র-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।
আরও পড়ুন, সুজাতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন সৌমিত্র? বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর
রাজ্যের অন্যান্য খবর
পাশাপাশি, টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার নতুন অভিযোগ! ফের জড়াল তেহট্টের (Tehatta) তৃণমূল বিধায়ক তাপস সাহার নাম। এবার অভিযোগকারী তাঁরই দলের এক পঞ্চায়েত সদস্য! দুর্নীতি দমন শাখা ও তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পঞ্চায়েত সদস্য। প্রকাশ্যে এসেছে ২টি অডিও ক্লিপ। তেহট্টের তৃণমূল বিধায়ক সব অভিযোগই খারিজ করেছেন। তেহট্টের তৃণমূল সদস্য অভিযোগকারী ইউসুফ আলি শেখ জানিয়েছেন, ''আমি আর আমার মিসেস, ছেলের ডকুমেন্টস জেরক্স করে, অ্যাডমিট কার্ডটা জেরক্স করে নিয়ে এসে, ২ লক্ষ টাকা সহ একদম আমার মিসেস তাপস সাহার হাতে দিলাম, তারপর ২-৪ দিন পরে আমাকে একটা মেরিট লিস্ট ধরে। আমার সঙ্গে কনট্যাক্ট হয়েছিল ১০ লক্ষ টাকার।'' অর্থের বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি ও প্রতারণার অভিযোগে আগেই নাম জড়িয়েছিল নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। টাকার বিনিময়ে চাকরির নামে প্রতারণার নতুন এক অভিযোগে তাঁর নাম জড়াল।