কলকাতা: ৩৬ ঘণ্টা ধরে চলছিল ডিউটি। সব কাজ সেরে রাতের খাবার খেতে মধ্যরাতে ফুড ডেলিভারি সংস্থায় ডিনার অর্ডার দিয়েছিলেন। অর্ডার দেওয়া খাবার খেয়েছিলেন সহকর্মীদের সঙ্গে। ডিনারের পর রেস্ট রুমে চলে যান ওই চিকিৎসক। এরপর ঘটে যায় এক নৃশংস অত্যাচার। সকালে যখন মেলে নির্যাতিতার দেহ, তা নারকীয় হত্যাকাণ্ডের থেকে কম নয়। মহিলা চিকিৎসকের উপর এমন অত্যাচার-মৃত্যুর ঘটনায় আজ পথে নেমেছেন পিজিটি চিকিৎসকরা। এই প্রেক্ষাপটে সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'দোষীর সর্বোচ্চ শাস্তি যাতে হয়, সেই ব্যবস্থা করব'। 


এদিন বৈঠক থেকে কলতা পুলিশ কমিশনার বলেন, 'সকাল ১০.৩০-এ টালা থানায় খবর আসে। চেস্ট ডিপার্টমেন্টে এক মহিলার দেহ পড়ে আছে বলে খবর আসে। ময়নাতদন্তের জন্য ৩ ডাক্তারের বোর্ড গঠন করা হয়েছিল। পুরো ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। ভিডিওগ্রাফি করার সময় পরিবারের সদস্য এবং ছাত্ররা সাক্ষী হিসাবে ছিলেন। সারারাত ধরে তদন্ত এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতার করেছি। আমাদের কোনও কিছু লুকোনোর নেই, সবই স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। পরিবারের সব দাবি আমরা মেনে নিতে প্রস্তুত। পরিবার অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চাইলেও আমাদের আপত্তি নেই'।


আরও পড়ুন, মধ্যরাতে করিডরে ঘুরছিলেন সঞ্জয়, এরপরই.. CCTV-এ হাড়হিম দৃশ্য! RG Kar-এ চিকিৎসক খুনে নয়া মোড়


তিনি বলেন, 'অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেটা আমরা দেখব। এটা অতি ঘৃণ্য অপরাধ, তাই সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেটা আমরা দেখব। ধর্ষণ এবং খুনের অভিযোগে মামলা শুরু হয়েছে। তদন্ত চলছে, আশা করছি আরও তথ্য সামনে আসবে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা তদন্ত করে দেখা হচ্ছে'। 



এদিকে,  মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজি কর সংলগ্ন সাড়ে ৩ একর জমিতে গড়ে তোলা হবে নতুন ভবন, খবর নবান্ন সূত্রে। আরজি করের জায়গা বাড়াতে এই ভবন গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, খবর নবান্ন সূত্রে। ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে, খবর নবান্ন সূত্রে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ফিরহাদ হাকিম ও পুলিশকে নিয়ে বৈঠক। বিকেল ৪টেয় এই বৈঠক হবে নবান্নে, সেখানেই এ নিয়ে হবে সিদ্ধান্ত। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে