আবির দত্ত, কলকাতা : হরিদেবপুর ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ (Police Unnatural Death)। দেনার দায়ে আত্মঘাতী (Suicide) পর্ণশ্রী থানার কনস্টেবল পুলক দত্ত, প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। যদিও পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন, নাকি অন্য কিছু , খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। 


পুলিশ (Police) সূত্রে খবর, বছর বাহান্নর ওই পুলিশ কর্মী হরিদেবপুরের ওই ভাড়া বাড়িতে বছর দু'য়েক ধরে একাই থাকতেন। গতকাল থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছিলেন তাঁর স্ত্রী। যারপরই তিনি খবর দেন প্রতিবেশীদের ও পুলিশে। প্রথমে প্রতিবেশীরা এসে বারবার তিনি ডাকা সত্ত্বেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে দরজা ভেঙে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ মেলে।


পুলিশ সূত্রে খবর, বেশ কিছু বেসরকারি সংস্থা থেকে ঋণ (Loan From Private Organizations) নিয়েছিলেন ওই পুলিশ কর্মী। ঋণের কিস্তি মেটাতে না পারায় ডিপ্রেসনে ভুগছিলেন। সেই কারণেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। যদিও অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।                                                      


দিনকয়েক আগেই ট্রেনে কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন এক কনস্টেবল। বর্ধমানে (Burdwan) চলন্ত ট্রেনে আত্মঘাতী হন জিআরপির (GRP) কনস্টেবল। পারিবারিক অশান্তির জেরেই তাঁদের ছেলে আত্মঘাতী হয়েছে বলে দাবি করেছে পরিবার। যে ঘটনারও তদন্ত চলছে।                                      


                                                                                               


আরও পড়ুন- রাম গড়লেন 'রহিম', অযোধ্যায় বসছে বাংলার জামালউদ্দিনের গড়া মূর্তি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে