পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : করোনা আবহে (Corona Pandemic) রাজ্যজুড়ে (West Bengal) রমরমিয়ে বাড়ছে সাইবার প্রতারণার (Cyber Fraud) ঘটনা। বিভিন্ন রকম নতুন ফন্দি-ফিকির তৈরি করে সাধারণ মানুষকে জালে ফেলছে প্রতারকরা। আর ফাঁদ তৈরি করার ক্ষেত্রে তাদের বড় অস্ত্র হয়ে উঠছে সোশাল মিডিয়া (Social Media)। সাইবার প্রতারণা প্রসঙ্গে নাগরিকদের সতর্ক করতে গিয়ে এমনই বার্তা দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। তাদের তরফে সাফ বার্তা, সোশাল মিডিয়ায় একান্ত কম ব্যক্তিগত তথ্য শেয়ার করুন। পাশাপাশি অচেনা কারোর সঙ্গে নেট মাধ্যমে বন্ধুত্ব এড়িয়ে চলাই শ্রেয়। প্রতারকরা অনেক ক্ষেত্রেই ফেসবুক (Facebook) প্রোফাইলের তথ্য ধরে নিজেদের ফাঁদ তৈরি করছে বলেও আশঙ্কা পুলিশের, তাই তাদের তরফে সতর্কবার্তায় এ ও বলা হয়েছে, ফেসবুক প্রোফাইল লক করে রাখাই শ্রেয়।
সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতাই (Cyber Security Awareness) যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা মনে করিয়ে দেওয়া হয়। বেশ কিছুদিন ধরেই যে প্রচার চালানো হচ্ছে। কয়েকদিন আগে কলকাতার বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেও প্রচার চালানো হয়েছিল। সতর্কবার্তায় বলা হয়, ইউনিক পাসওয়ার্ড কোড (Unique Password Code) চালু রাখেন সকলে। ব্যবহার করেন পাসওয়ার্ড ভেরিফিকেশন (Password Verification) পদ্ধতি। ভিডিও চ্যাটের (Video Chat) ক্ষেত্রে কোনওরকম খোলামেলা উপস্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ব্যক্তিগত চ্যাটিংয়ের পর সেই রেকর্ড মুছে ফেলার বার্তাও দেওয়া হয়। অন্তরঙ্গ কোনও ছবি-ভিডিও আদানপ্রদান থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়। সঙ্গে ব্ল্যাকমেলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কারোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়।
একঝলকে কলকাতা পুলিশের সতর্কবার্তা-
- সোশাল মিডিয়ায় নিজের তথ্য কম শেয়ার করুন।
- কাউকে না চিনলে বন্ধু বানাবেন না।
- ফেসবুকে প্রোফাইল লক করে রাখুন।
- ইউনিক পাসওয়ার্ড কোড চালু রাখুন।
- ব্যবহার করুন পাসওয়ার্ড ভেরিফিকেশন পদ্ধতি।
- ভিডিও চ্যাটের ক্ষেত্রে কোনওরকম খোলামেলা উপস্থাপন থেকে বিরত থাকুন।
- ব্যক্তিগত চ্যাটিংয়ের পর সেই রেকর্ড মুছে ফেলার বার্তা।
- অন্তরঙ্গ কোনও ছবি-ভিডিও আদানপ্রদান থেকে বিরত থাকার বার্তা।
- ব্ল্যাকমেলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কারোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পুলিশের দ্বারস্থ হন।
আরও পড়ুন- বুস্টার ডোজ নিয়েছেন? কেউ ফোন করে জানতে চাইলে সাবধান