সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: প্যানেলে নাম থাকা সত্ত্বেও মেলেনি পুলিশের (Police) চাকরিতে নিয়োগপত্র। এই দাবিতে আজ সল্টলেকে (Salt Lake) আরক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা (Job Seekers)। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খানিক ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ ১৩৭ জন চাকরিপ্রার্থীকে আটক করে নিয়ে যায় থানায়।
পুলিশে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশেরই বিবাদকে ঘিরে উত্তেজনা ছড়াল সল্টলেকে। বিক্ষোভকারীদের পুলিশ সরাতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। চাকরিপ্রার্থীদের কয়েকজনকে চ্যাংদোলা করে পুলিশ গাড়িতে তোলে। শেষপর্যন্ত পুলিশ বিক্ষোভকারীদের আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যায়।
নবম দশমে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার পুলিশের চাকরিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকের আরক্ষা ভবনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দফতর। সেই আরক্ষা ভবনের বাইরেই বুধবার দুপুর দেড়টা নাগাদ জড়ো হন ১৩৭ জন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, ২০১৯ সালে পরীক্ষা হয়। সেই পরীক্ষায় প্রভেশনাল মেরিট লিস্টে ১৩৭ জনের নাম ওঠে। কিন্তু প্যানেলে নাম থাকার পরও তাঁরা নিয়োগপত্র পাননি বলে দাবি ১৩৭ জন চাকরিপ্রার্থীর। দ্রুত নিয়োগের দাবিতে তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। এমনকী, বুধবারই নিয়োগপত্র না দিলে আত্মহত্যার হুমকি দেন কেউ কেউ।
বিধাননগর পূর্ব থানার পুলিশ বোঝানোর পর বিক্ষোভকারীদের চারজন পুলিশ রিক্রুটমেন্টবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। এরপর আচমকা বাকি বিক্ষোভকারীদের পুলিশ সরাতে গেলে গন্ডগোল শুরু হয়। ঘটনাস্থলে থাকা এক চাকরিপ্রার্থীর অভিযোগ, 'আমাদের সঙ্গে পুলিশ প্রতারণা করেছে। মীমাংসার নামে তুলে নিয়ে যাচ্ছে। আগামীদিনে আরও বড় আন্দোলনে নামব।'
বিক্ষোভকারীদের আটক করে পুলিশ নিয়ে যায় বিধাননগর পূর্ব থানায়। পুলিশে দ্রুত নিয়োগের দাবিতে এর আগেও চাকরিপ্রার্থীরা লালবাজার অভিযান করেছিলেন। বিক্ষোভ দেখিয়েছিলেন ভবানীভবনের সামনে।