নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত রিয়েলিটি শো 'লক আপ' (Lock Upp)। আর সেখানেই সমস্ত প্রতিযোগী খানিক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন। কেন? কারণ অনুষ্ঠানের 'নারী দিবস'-এর বিশেষ পর্বে হাজির হয়েছিলেন অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে ফেরা (Acid Attack Survivors) ৫ নারী।


নারী দিবস খানিক আলাদাভাবে পালিত হল 'লক আপ'-এর সেটে। হাজির হয়েছিলেন পাঁচ মহিলা যাঁরা জীবনের কোনও না কোনও সময়ে অ্যাসিড হামলার সাক্ষী। তাঁদের নাম আশু গনেরিওয়াল, দৌলত বি, ললিতা, সায়রা ও অর্চনা। তাঁদেরকে বিশেষ খাবার রান্না করে পরিবেশন করলেন প্রতিযোগীরা।


এদিন ওই পাঁচ মহিলাই ছিলেন আকর্ষণের কেন্দ্র। তাঁদের বিভিন্ন অ্যাক্ট করে আনন্দ দেন কর্ণবীর বোহরা, ববিতা ফোগাত ও মুনাওয়ার ফারুকি। এদিন সকলের সঙ্গে নিজেদের জীবনের কাহিনি এবং কী ঠিক ঘটেছিল সেই গ্লপও শোনান ওই ৫ নারী।


 






এক মহিলা বলেন, '২০০৮ সালে দুর্ঘটনা ঘটে। আমার পাড়ার একটি ছেলে আমাকে ভীষণ উত্যক্ত করত। হঠাৎ একদিন, সে এসে আমার গায়ে অ্যাসিড ছুঁড়ে দেয়।'


অপর এক মহিলা বলেন, 'আমার অ্যাসিড হামলা আর কেউ নয়, আমার নিজের বোনই করেছিল।' তিনি বলতে থাকেন, 'বিয়ের ১৫ দিন আগে একটি ছেলে আসে, মাথার পিছন থেকে চুলের মুঠি ধরে আর মুখে সোজাসুজি অ্যাসিড ছুড়ে দেয়। সেই যন্ত্রণা কখনও শেষ হওয়ার নয়, এখন রোজ কষ্ট হয়। আমরা প্রত্যেক বছর দুর্গা পুজো উদযাপন করি, নারী দিবস পালন করি, কিন্তু আমাদের ব্যাপারে কী?'


কর্ণবীর বোহরা ( Karanvir Bohra) বলেন, 'আমি আপনাদের ইচ্ছেশক্তি ও ক্ষমতাকে কুর্নিশ জানাই।'


কষ্টের গল্প শুনতে শুনতে প্রতিযোগীরা কান্না থামাতে পারেননি। সব শেষে কর্ণবীর তাঁদের জিজ্ঞেস করেন, সমাজের কাছে তাঁরা কী চান? তাঁদের উত্তর, 'ভালবাসা ও গ্রহণযোগ্যতাই কেবল চাই'। 


আরও পড়ুন: 10 years of Kahaani: 'কাহানি' ছবির দশক পার, বলিউডের 'পরম' প্রাপ্তি