শিবাশিস মৌলিক, কলকাতা: বাবুঘাটে (Babughat) বিজেপির (BJP) গঙ্গা আরতির (Ganga Arati) অনুমতি দিল না কলকাতা পুলিশ (Kolkata Police)। আজ বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি। কিন্তু গঙ্গাসাগরের জন্য পুণ্যার্থীদের ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়, গঙ্গাসাগর মেলা ছাড়াও G-20 সম্মেলনের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সমস্ত কারণ দেখিয়েই কর্মসূচি পিছোতে বলা হয়। গঙ্গাসাগর মেলার পরে বিজেপিকে নতুন করে আবেদন করতে বলেছে পুলিশ।
বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের হুঙ্কার, অনুমতি মিলুক না মিলুক, গঙ্গা আরতি হবেই। মমতাকে দেখে কর্মসূচি, সবকিছুতেই রাজনীতি, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
প্রসঙ্গত, বারাণসীর ধাঁচে কলকাতার বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি, এমনটাই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। পুরসভা সূত্রের খবর, নীল-নকশা জমা দেবে দুই সংস্থা। চূড়ান্ত হয়ে গেলে, বাবুঘাট সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হবে একটি সংস্থাকে।
আরও পড়ুন, নেই শীতের কামড়, বাড়ল তাপমাত্রা, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও চড়বে পারদ
মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বাবুঘাটে গঙ্গা আরতির জন্য জায়গা চিহ্নিত করে ফেলেছে কলকাতা পুরসভা। বাবুঘাটে, যেখানে দুর্গাপুজোর বিসর্জন হয়, সেই ঘাটটিকেই গঙ্গা আরতির জন্য চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও গঙ্গার ঘাটে যে গঙ্গা মূর্তি বসানো হবে। এবং গঙ্গা আরতির জন্য প্রদীপ ও কর্পূরদানিও ঠিক করে ফেলা হয়েছে। পরিকল্পনা আছে, গঙ্গা আরতির জন্য যে ঘাটটি নির্দিষ্ট করা হয়েছে, তার দু-পাশে সিঁড়ি দিয়ে নেমে গঙ্গায় প্রদীপ ভাসাতে পারবেন ভক্তরা।